কলকাতা: মহিলাদের বিগ ব্যাশ লিগে সই করে বড়সড় চমক দিলেন শিলিগুড়ির ক্রিকেটার রিচা ঘোষ। ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই বছর বিবিএল-এর কোনও দলে সই করলেন শিলিগুড়ির কন্যা। আসন্ন মেয়েদের বিগ ব্যাশ লিগে হোবার্ট হ্যারিকেনসের হয়ে খেলতে দেখা যাবে রিচাকে।


স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি বর্মা, রাধা যাদবের পরে এ বার বিবিএল-এ সই করলেন বাংলার ক্রিকেটার রিচা। স্মৃতি এবং দীপ্তি গতবারের চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের হয়ে খেলবেন। শেফালি এবং রাধা সই করেছেন সিডনি সিক্সার্সে।


১৭ বছরের বাঙালি কন্যা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল ছন্দে রয়েছেন। তাঁর বেশ কিছু মারমুখী, সাবলীল ইনিংস দেখার পরেই সম্ভবত বিবিএল দলে সই করানো হয়েছে রিচাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম দু'টি ম্যাচে ভারত হারলেও রিচা কিন্তু ভাল পারফরম্যান্স করেছেন। প্রথম একদিনের ম্যাচে ২৯ বলে ঝোড়ো ৩২ রান করেছিলেন। সেই ম্যাচে মিতালি রাজের ভারত শেষ বলে হেরে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে আবার ৫০ বলে ৪৪ করে ভারতকে ২৭৪ রানে পৌঁছতে সাহায্য করেছিলেন। তবে তৃতীয় ম্যাচে ভারত জিতলেও রিচা ব্যাট হাতে ব্যর্থ হন। কোনও রান না করে আউট হন তিনি।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ব্যাটিং ও উইকেটকিপিং করে নজর কেড়েছিলেন রিচা। তারপরেই এল সুযোগ। মিতালি রাজের দল ২-১ ব্যবধানে হারলেও ভাল পারফরম্যান্স করেন রিচা। প্রথম একদিনের ম্যাচে ২৯ বলে ৩২ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে আবার ৫০ বলে ৪৪ করে ভারতকে ২৭৪ রানে পৌঁছতে সাহায্য করেছিলেন। 


অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে সাহসের সঙ্গে ব্যাটিং করেছিলেন শিলিগুড়ির ১৭ বছরের এই বাঙালি কন্যা। তাই বিগ ব্যাশ লিগের দল তাঁকে সই করানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। ঘরোয়া ক্রিকেটের পরে আন্তর্জাতিক মঞ্চেও একের পর এক চোখধাঁধানো পারফরম্যান্স করেছে রিচা। এবার অস্ট্রেলিয়ার মাটিতে বিগ ব্যাশ খেলার সুযোগ তাঁকে আরও অভিজ্ঞ করে তুলবে বলেই মনে করছে ক্রিকেটমহল। আশায় বুক বাঁধছেন বাংলার ক্রিকেটপ্রেমীরাও।