নয়াদিল্লি: ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে দেখতে চাইছেন রিকি পন্টিং। একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘ভারতের যুব দলের কোচ হওয়ার সুবাদে রাহুলের কোচিংয়ের অভিজ্ঞতা হয়ে গিয়েছে। ক্রিকেটের তিন ফর্ম্যাটের খেলাই ও খুব ভাল বোঝে। তাই আমার মনে হয়, ভারতীয় দলে ওর থেকে ভাল কোচ অন্য কেউ হতে পারে না।’
ভারতের বর্তমান কোচ অনিল কুম্বলের সঙ্গে চুক্তি বাড়ানোর বদলে নতুন কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই। চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই কুম্বলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বোর্ডের। এরপর নতুন কোচকে দেখা যেতে পারে। কুম্বলের বদলে অন্য কাউকে কোচ করা হলে, দ্রাবিড়কেই চাইছেন পন্টিং। তিনি ভারতের প্রাক্তন অধিনায়ককে নিজের বন্ধু বলে উল্লেখ করেছেন। খেলোয়াড় হিসেবে দ্রাবিড়ের প্রতি তাঁর শ্রদ্ধা আছে বলেও জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
দ্রাবিড়ই ভারতের সবচেয়ে যোগ্য কোচ, মত পন্টিংয়ের
Web Desk, ABP Ananda
Updated at:
29 May 2017 09:45 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -