রিও দি জেনেইরো:  ফের অলিম্পিকের মঞ্চে জয়। সাঁতারে ফোর ইনটু হান্ড্রেড মিটার ইভেন্টে সোনা জিতে রেকর্ড করলেন মাইকেল ফেল্পস। এই নিয়ে ১৯ বার অলিম্পিকে সোনা জিতলেন তিনি।


শুধু সোনা জয়ের রেকর্ড নয়, এই নিয়ে প্রথমবার ফোর ইনটু হান্ড্রেড মিটার ফ্রিস্টাইল ইভেন্টে প্রথম এতটা লিড নিয়ে জিতল মার্কিন যুক্তরাষ্ট্র।

ফ্রান্সের সাঁতারু ক্যালেব ড্রেসেলকে হারিয়ে প্রথম হয়েছেন ফেল্পস। ফ্রি স্টাইলে অতটা পারদর্শী না হলেও, ট্র্যাকে নেমে ৪৭.১২ সেকেন্ডে শেষ করে জ্বলে ওঠেন ফেল্পস। তবে যাঁদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সোনা ছিনিয়ে আনলেন মার্কিন সাঁতারু, সেখানে প্রত্যেকেই যথেষ্ট কঠিন প্রতিদ্বন্দ্বী ছিল।

ফ্রিস্টাইল ফোর ইনটু হান্ড্রেড মিটার ইভেন্টে ৩:১০:৫৩ শেষ করে রুপো জিতেছে ফ্রান্স, ব্রোঞ্জ জিতেছে অস্ট্রেলিয়া।
এই জয়ের পর ফেল্পস-এর অলিম্পিক রেকর্ডের ঝুলিতে চলে এল ১৯ টা সোনা, দুটো রুপো এবং দুটো ব্রোঞ্জ।

একনজরে দেখে নেব ফেল্পস-এর অলিম্পিকে পদক জয়ের রেকর্ড

২০০৪ এথেন্স

৪০০ মিটারের ব্যক্তিগত ইভেন্টে (সোনা)
১০০ মিটার বাটারফ্লাইতে (সোনা)
২০০ মিটার ব্যক্তিগত ইভেন্টে (সোনা)
ফোর ইনটু হানড্রেড (সোনা)
ফোর ইনটু টু হান্ড্রেড ফ্রিস্টাইল রিলে (সোনা)
২০০ ফ্রিস্টাইলে (ব্রোঞ্জ)
ফোর ইনটু ১০০ ফ্রিস্টাইল রিলে (ব্রোঞ্জ)

২০০৮ বেজিং

২০০ ফ্রিস্টাইল (সোনা)
ফোর ইনটু হান্ড্রেড ফ্রিস্টাইল রিলে (সোনা)
ফোর ইনটু টু হান্ড্রেড ফ্রিস্টাইল রিলে (সোনা)
২০০ বাটারফ্লাই (সোনা)
২০০ ব্যক্তিগত মেডলে (সোনা)
৪০০ ব্যক্তিগত মেডলে (সোনা)
১০০ বাটারফ্লাই (সোনা)

২০১২ লন্ডন

১০০ বাটারফ্লাই (সোনা)
ফোর ইন্টু হানড্রেড মেডলে রিলে (সোনা)
ফোর ইন্টু টু হানড্রেড ফ্রিস্টাইল রিলে (সোনা)
ফোর ইন্টু হানড্রেড ফ্রিস্টাইল রিলে (রুপো)

২০১৬ রিও দি জেনেইরো

ফোর ইন্টু ১০০ ফ্রিস্টাইল রিলে (সোনা)