রায়পুর: মাঠে ফিরেছেন কিংবদন্তী সচিন তেন্ডুলকর। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বীরেন্দ্র সহবাগ, যুবরাজ সিংহদের খেলছেন তিনি। এরই মধ্যে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি মজার ছলে বলেছেন, ‘আমি ২০০ টেস্ট এবং ২৭৭ কোভিড টেস্ট খেলেছি! মন ভাল করার জন্য একটু রসিকতা করছি। একটি বিশেষ কারণে খেলার বিষয়ে আমাদের সাহায্য করার জন্য স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ।’
দ্বিতীয় রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ইন্ডিয়া লিজেন্ডসের হয়ে খেলছেন সচিন, সহবাগ, যুবরাজরা। আজ সন্ধেবেলা ইংল্যান্ড লিজেন্ডসের মুখোমুখি হবে ভারত। তার আগে দারুণ মেজাজে পাওয়া গেল ভারতের এই তিন প্রাক্তন ক্রিকেটারকে।
সচিন ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর বাঁ হাতে চোট লেগেছে। তিনি সেই চোটের শুশ্রুষা করছেন। ডানদিকে বসে যুবরাজ। সহবাগ বলছেন, ‘আমাদের ঈশ্বর ক্রিকেট ছাড়ছেন না। তিনি একের পর এক ইঞ্জেকশন নিয়ে চলেছেন এবং খেলবেন।’ এরপর যুবরাজের সামনে গিয়ে সহবাগ বলেন, ‘কোনও পরামর্শ আছে যুবরাজ?’ জবাবে যুবরাজ বলেন, ‘দেখ ভাই, তুই শের হলে উনিও বাবর শের।’ শেষ সচিনের সামনে গিয়ে তাঁর মতামত জানতে চান সহবাগ। সচিন মজার ছলে বলেন, ‘তোমার সামনে কি কেউ নিজের মতামত প্রকাশ করার সুযোগ পায়?’