নয়াদিল্লি: ইন্ডিয়ান ওয়েলস চ্যাম্পিয়ন হলেন রোহন বোপান্না (Rohan Bopanna)। যুক্তরাষ্ট্রে আয়োজিত পারিবাস ওপেনে পুরুষদের ডাবলসে খেতাব জিতলেন রোহন বোপান্না ও তাঁর অজি পার্টনার ম্যাট এবডেন। রোহনের বয়স এই মুহূর্তে ৪৩। আর ভারতের প্রবীণতম টেনিস তারকা হিসেবে খেতাব জিতলেন তিনি।
শীর্ষ বাছাই নেদারল্যান্ডস ও ব্রিটেনের জুটিকে ৬-৩, ২-৬, ১০-৮ ব্যবধানে হারায় বোপান্নারা। নিজের কেরিয়ারের ১০০০ তম এটিপি ফাইনাল খেলতে নেমেছিলেন বোপান্না। তিনি বলেন, ''এটা সত্যিই আমার জন্য দারুণ একটা মুহূর্ত। আমি দীর্ঘদিন ধরে টেনিস খেলছি। এখানে অনেক দিন ধরে আসছি। অনেকদিন ধরে দেখে আসছি তরুণ টেনিস তারকাদের।''
ভারত জয় করে শহরে ফিরল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) দল। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে আইএসএল ফাইনালে (ISL Final) বেঙ্গালুরু এফসিকে পেনাল্টি শ্যুট আউটে হারায় সবুজ মেরুন।
বাঁধভাঙা উচ্ছ্বাস
আইএসএল জয়ের পর বিশাল কায়েথ, প্রীতম কোটালরা বিমানবন্দরে নামতেই বাঁধভাঙা উল্লাসে ভাসলেন মোহনবাগান সমর্থকরা। গোটা মরসুম জুড়েই অনবদ্য পারফর্ম করে নজর কেড়েছেন সবুজ মেরুন গোলরক্ষক বিশাল কায়েথ। ফাইনালেও ফের গোলকিপার হাত ধরে এল জয়। পেনাল্টি শ্যুট আউটে একটি অনবদ্য সেভ করেন বিশাল। ম্যাচ জুড়েও তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। বিশালের সেভ ছাড়াও পাবলো পেরেজ একটি শট গোলের তেকাঠির মধ্যেই রাখতে পারেননি। ফলে টাইব্রেকারে ৪-৩-এ বেঙ্গালুরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এটিকে মোহনবাগান।
প্রসঙ্গত, আইএসএলে প্রথম খেতাব জয়ের পরেই আগামী মরসুম থেকে এটিকে মোহনাবাগানের নাম বদলের কথা ঘোষণা করেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। পরের মরসুম থেকে আর এটিকে মোহনবাগান নামে আইএসএলে খেলবে না সবুজ মেরুন। দলের নতুন নাম হল 'মোহনবাগান সুপার জায়ান্টস'। এটিকে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠে দাঁড়িয়ে গোয়েঙ্কা বললেন, 'আমরা বিষয়টা আগেই ভেবে রেখেছিলাম। ঘোষণার জন্য অপেক্ষা করেছিলাম। আমাদের মনে হয় চ্যাম্পিয়ন হওয়ার মতো সময় আর পাওয়া যাবে না। এটাই সেরা সময়।'
মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা
কলকাতার ক্লাবের জয়ের পর নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও (Mamata Banerjee)। তিনি লেখেন, 'আইএসএল ফাইনালে এই অনবদ্য পারফরম্যান্সের জন্য এটিকে মোহনবাগানকে অনেক অনেক অভিনন্দন। তোমাদের কঠোর পরিশ্রম, ফুটবলের প্রতি ভালবাসা এবং দায়বদ্ধতার প্রশংসনীয়, তোমরা আরও উন্নতি করবে। ভবিষ্যতের সকল ম্যাচের জন্য আমার তরফে অনেক শুভেচ্ছা রইল।'