নয়াদিল্লি: টেস্টে প্রথম একাদশে জায়গা পেতে রোহিত শর্মাকে অপেক্ষা করতে হবে। আজিঙ্কা রাহানে ও হনুমা বিহারী তাঁদের অন্তর্ভূক্তিকে সঠিক প্রমাণ করেছেন। এমনই মন্তব্য করেছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর।
সম্প্রতি বেশ ভালো ফর্মে রয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহ অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াডেও রয়েছেন রোহিত। তবে প্রথম টেস্টে রোহিতকে দলে নেওয়া হয়নি। ওই টেস্টে রাহানে ও হনুমা ভালো পারফর্ম করেছেন। কাজেই, দ্বিতীয় টেস্টেও সম্ভবত ড্রেসিংরুমেই বসতে হবে রোহিতকে।
গম্ভীর বলেছেন, রোহিতকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। রাহানে ভালো খেলেছে, বিহারীও। তাই ওকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে এবং পারফর্ম করতে হবে।
উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্টের আগে যথেষ্ট চাপে ছিলেন রাহানে। কিন্তু ম্যাচে ব্যাট হাতে উভয় ইনিংসেই সফল হন। প্রথম ইনিংসে ৮১ রান করেন। দ্বিতীয় ইনিংসে শতরান করেন তিনি। প্রায় দুই বছর পর টেস্টে সেঞ্চুরি করেন রাহানে। হনুমাও ৩২ ও ৯৩ রানের ইনিংস খেলেন।
গম্ভীর বলেছেন, রাহানের এই পারফর্ম্যান্সে আমি আদৌ অবাক হইনি। তবে, ওর কাছে ব্যক্তিগত ও দলের জন্য এই পারফরম্যান্স খুবই প্রয়োজনীয় ছিল। আর তা যদি দলের জয়ের কাজে আসে, তার থেকে ভালো কিছু আর হয় না।
ঋষভ পন্থ এখন ভারতীয় দলের প্রথম পছন্দের উইকেটরক্ষক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ঋদ্ধিমান সাহাকে খেলানো হয়নি। চোট সারিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন ঋদ্ধি। চোটের আগে টেস্টে তিনিই ছিলেন প্রথম পছন্দের উইকেটরক্ষক।
গম্ভীর মনে করেন, ঋদ্ধিকেও সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। তিনি বলেছেন, পন্থের ব্যাটিংয়ে গড় প্রায় ৪৮ (৪৫.৪৩) এবং ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছে ও। তাই টেস্টে খেলার ও দাবিদার। তাই ঋদ্ধিকে সুযোগের অপেক্ষায় থাকতে হবে এবং তা পেলে দুহাতে কাজে লাগাতে হবে।
উল্লেখ্য, কয়েকদিন আগে ভারতের প্রাক্তন উইকেটরক্ষক সৈয়দ কিরমানি পন্থের পরিবর্তে ঋদ্ধিমানকে সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন।
টেস্টে ভারতীয় দলে প্রথম একাদশে সুযোগের জন্য অপেক্ষায় থাকতে হবে রোহিত ও ঋদ্ধিকে: গম্ভীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Aug 2019 04:33 PM (IST)
টেস্টে প্রথম একাদশে জায়গা পেতে রোহিত শর্মাকে অপেক্ষা করতে হবে। আজিঙ্কা রাহানে ও হনুমা বিহারী তাঁদের অন্তর্ভূক্তিকে সঠিক প্রমাণ করেছেন। এমনই মন্তব্য করেছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -