তিরুঅনন্তপুরম: এশিয়া কাপ বাদ দিলে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে সময়টা দারুণ যাচ্ছে রোহিত শর্মার। প্রথম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে দল। বুধবার এই জয়ের সঙ্গে সঙ্গেই অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিংহ ধোনিকে টেক্কা দিলেন রোহিত শর্মা। গড়লেন নতুন রেকর্ড। ভারত অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক ম্যাচ জয়ের নজির গড়লেন রোহিত।


ধোনি এক ক্য়ালেন্ডার বর্ষে ১৫টি ম্যাচ জিতেছিলে


২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনি এক ক্যালেন্ডার বর্ষে ১৫ টি ম্যাচ জয়ের নজির গড়েছিলেন। গতকাল প্রোটিয়া বধের সঙ্গে সঙ্গে সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা। হিটম্যান সংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন চলতি বছরে। বাভুমাদের বিরুদ্ধে আরও ২টো ম্যাচ রয়েছে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে। 


ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে টগবগ করছিল টিম ইন্ডিয়া (Team India)। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ছন্দ বজায় রাখল ভারতীয় দল। কেরল ক্রিকেট সংস্থার বাউন্সি পিচের চ্যালেঞ্জ সামলে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে (Ind vs SA) ৮ উইকেটে হারিয়ে দিল ভারত। তাও ২০ বল বাকি থাকতে। রীতিমতো দাপট দেখিয়ে। সেই সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেলেন রোহিত শর্মারা।





প্রথমে ব্যাট করে মাত্র ১০৬/৮ স্কোরে আটকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে গিয়েছিল ভারতও। পরপর ফিরে যান রোহিত শর্মা (০) ও বিরাট কোহলি (৩)। ১৭/২ হয়ে যাওয়ার পর ইনিংসের হাল ধরেন কে এল রাহুল ও সূর্যকুমার যাদব। অবিচ্ছেদ্য তৃতীয় উইকেটে ৯৩ রান যোগ করেন দুজনে। রাহুল ৫১ ও সূর্য ৫০ রানে অপরাজিত ছিলেন। ২০ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে নেয় ভারত।





দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন পাঞ্জাবের পেসার অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন। যে আগুনে ছারখার হল প্রোটিয়াদের ইনিংস। এক ওভারে তিন উইকেট তুলে নিলেন অর্শদীপ। তাঁর দাপটে দক্ষিণ আফ্রিকা শুরুতেই এমন চাপে পড়ে গেল যে, গোটা ইনিংসে সেই চাপ কাটিয়ে আর বেরতেই পারল না।

দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন পাঞ্জাবের পেসার অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন। যে আগুনে ছারখার হল প্রোটিয়াদের ইনিংস। এক ওভারে তিন উইকেট তুলে নিলেন অর্শদীপ। তাঁর দাপটে দক্ষিণ আফ্রিকা শুরুতেই এমন চাপে পড়ে গেল যে, গোটা ইনিংসে সেই চাপ কাটিয়ে আর বেরতেই পারল না।