সচিন, লারাকে পিছনে ফেলে একদিনের ক্রিকেটে ওপেনার হিসেবে রানের গড়ে নয়া নজির রোহিতের
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটসম্যান লারা একদিনের ক্রিকেটে ওপেন করতে নেমে তাঁর ৫০ ইনিংসে ৪৬.৮ গড়ে রান করেছিলেন।
ভারতের হয়ে ওপেন করে সচিন তেন্ডুলকর তাঁর ৫০ ইনিংসে ৪৮.২৯ গড়ে রান করেছিলেন।
এক্ষেত্রে রোহিতের পরই দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হাসিম আমলা। তাঁর গড় ৫০.১০।
ওপেনার হিসেবে রোহিত একদিনের ক্রিকেটে গত ৫০ ইনিংসে রেকর্ড ৫৪.৩৯ গড়ে রান করেছেন।একদিনের ক্রিকেটে গত ৫০ ইনিংসে সবচেয়ে বেশি গড়ে রান করার কৃতিত্ব অর্জন করলেন রোহিত।
একদিনের ক্রিকেটে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ন্যূনতম ৫০ ইনিংসে রোহিত রানের গড়ের ক্ষেত্রে সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারার মতো কিংবদন্তীদের পিছনে ফেললেন।
গতকাল পাকিস্তানের বিরুদ্ধে জয়ের সঙ্গে সঙ্গে টুর্নামেন্টে ভারতীয় দলের অধিনায়ক রোহিত একটা বড়সড় নজির গড়েছেন।
রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত গ্রুপ পর্বের দুটি ম্যাচে জিতে সুপার ফোরে জায়গা করে নিয়েছে।
চলতি এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ পর্বটা দুরন্তভাবে শেষ করেছে ভারত।