সিডনি: দিনের শুরু দেখে সব সময় হয়তো বোঝা যায় না যে, শেষটা কেমন হতে চলেছে। নাহলে যে রোহিত শর্মা (Rohit Sharma) নেদারল্যান্ডসের বিরুদ্ধে (Ind vs Ned) ম্যাচে শুরুতেই সহজ ক্যাচ দিয়ে বেঁচেছিলেন, সেই তিনিই এদিন গড়ে ফেললেন নতুন রেকর্ড!


টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক। বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩৯ বলে ৫৩ রান করে ফিরলেন রোহিত। ব্যক্তিগত ১৩ রানের মাথায় ফ্রেড ক্লাসেনের বলে রোহিতের ক্যাচ ফেলেছিলেন টিম প্রিঙ্গল। হাফসেঞ্চুরি করে তার সদ্বব্যবহার করলেন রোহিত। তাঁর ইনিংসে তিনটি ছক্কা মেরেছেন হিটম্যান।


আর তিন ছক্কা মেরে নতুন একটি রেকর্ড গড়লেন রোহিত। ভেঙে দিলেন যুবরাজ সিংহের রেকর্ড।


এতদিন যুবরাজই ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার মালিক। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১ ম্যাচের ২৮ ইনিংসে ৩৩টি ছক্কা রয়েছে যুবির। যার মধ্যে ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মেরে বিশ্বরেকর্ডের শরিক হয়েছিলেন। বৃহস্পতিবার তাঁর রেকর্ড ভেঙে দিলেন রোহিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৬টি ছক্কা হয়ে গেল রোহিতের। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।


তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সব দেশ মিলিয়ে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় রোহিত রয়েছেন দুইয়ে। শীর্ষে ক্রিস গেল। ৬৩টি ছয় মারার নজির রয়েছে ইউনিভার্স বসের ঝুলিতে।


 






রোহিতের ঝোড়ো হাফসেঞ্চুরির পর বৃহস্পতিবার ব্যাটে বিধ্বংসী হয়ে উঠলেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবও। বিরাট ৪৪ বলে ৬২ রান করে ও সূর্যকুমার ২৫ বেল ৫১ রান করে অপরাজিত রইলেন। ত্রয়ীর দাপটে ডাচদের বিরুদ্ধে প্রথম ব্যাট করে ভারত তুলল ১৭৯/২।