রোহিতের ট্যুইট- ‘আমার নতুন ভূমিকা: আমার দুই লাজুক টিমমেট কুলদীপ ও চাহল সম্পর্কে ‘বিশেষ তথ্য’ খুঁজে বের করা’!
এর উত্তরে চাহলের ট্যুইট- ‘সেজন্যই আমরা তোমাকে সবসময়ই চাই,ভাইয়া’।
দেখে নেওয়া যাক ওই সাক্ষাত্কারের কিছু অংশ-
রোহিত: তোমাদের তো মাঠের বাইরে প্রচুর অনুরাগী রয়েছে। কীভাবে তাদের সামলাও, বিশেষ করে মহিলাদের?
চাহল: আমি অনেক কথা বলি। কিন্তু কোনও মেয়ে সামনে এলে চুপ করে যাই। মেয়েদের দেখলে যেন শামুকের মতো খোলসে ঢুকে পড়ি। যদি কাউকে ৫-৬ বছর ধরে জানি, তাহলে ঠিক আছে। কিন্তু প্রথমবার কেউ এলে, আমি আর কথা বলতে পারি না। একটু হেসে চলে যাই।
কুলদীপ: আমার কাছে এটা সমস্যা নয়। আমি বেশি কথা বলি না। কাউকে যদি অনেকদিন ধরে জানি তবে অল্প কথাবার্তা বলি। তাছাড়, ওর (চাহল)-এর মতোই করি। আমি খুবই লাজুক। আমার আশেপাশে খুব বেশি মহিলা নেই। স্কুলে পড়ার সময়ও ক্রিকেটের ওপরই মনোযোগ থাকত। আমি এটা সামলাতে পারি। তবে এটা কঠিন নয়।
রোহিত: আগামী প্রজন্মের কাছে কোনও প্রবণতা গড়ে তুলতে চাও? মাঠের বাইরে তোমাদের আকর্ষণের বিষয় কী?
চাহল: আমি খুব হৈহুল্লোড় করতে ভালোবাসি। আমি ঘরে থাকতে একদম পছন্দ করি না। কোনও পার্টি না থাকলে রাতের খাবারের জন্য বাইরে যেতে পছন্দ করি। আমি জোরে গান শুনতে ভালোবাসি। যে জায়গায় জোরে গান বাজে সেখানে যেতে পছন্দ করি।
কুলদীপ: আমি বাড়িতেই থাকতে পছন্দ করি। আমি ফুটবল পছন্দ করি। যদিও খেলতে পারি না। কিন্তু দেখতে খুব ভালো লাগে। ছোটবেলায় অনেক আঘাত পেয়েছি। তাই ফুটবল খেলতে ভয় পাই। আমি খুব সাধারণ জীবনযাপন করতে ভালোবাসি।
রোহিত: এবার দ্রুত কয়েকটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের পছন্দের অভিনেত্রী কে?
চাহল: ক্যাটরিনা কাইফ
কুলদীপ: জ্যাকুলিন ফার্নান্ডেজ
রোহিত: কোন গাড়ি চাও?
চাহল: পোরসে। যে কোনও মডেলের।
কুলদীপ: ফোর্ড মুস্তাং
রোহিত: কোথায় ডেটে যেতে চাও?
চাহল: বান্ধবী বা ভাবী পত্নীকে নিয়ে বোরা বোরা যেতে চাই।
কুলদীপ: আমার প্যারিস ভালো লাগে। সুযোগ পেলে সেখানেই যাব।