নয়াদিল্লি: টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া সফরে ভারতীয় স্কোয়াডে যোগ দেওয়ার পথ প্রশ্বস্ত হল রোহিত শর্মার। ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট অকাডেমি-তে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চার ম্যাচের বর্ডার-গাওস্কর সিরিজের তৃতীয় টেস্টের আগে স্কোয়াডে যোগ দিতে পারবেন রোহিত।


অস্ট্রেলিয়ায় ভারতীয় স্কোয়াডে যোগ দিতে রোহিতকে এখন জাতীয় নির্বাচকদের ছাড়পত্র পেতে হবে। ডাউন আন্ডারে যাওয়ার ফ্লাইট ধরার ক্ষেত্রে নির্বাচকদের কাছ থেকে সবুজ সঙ্কেত পেলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব শেষে তৃতীয় ও চতুর্থ টেস্ট খেলার সম্ভাবনা রয়েছে।
এর আগে এদিন রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে এনসিএ-তে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হন রোহিত। আইপিএলে হ্যামস্ট্রিংয়ে চোটের পর ফিটনেস পরীক্ষার পর তাঁকে ফিট বলে ঘোষণা করেন ফিজিওরা।
গত ১৯ নভেম্বর বেঙ্গালুরুর এনসিএ-তে পৌঁছন ভারতীয় দলের 'হিটম্যান'। তাঁর এদিন ফিটনেস টেস্ট আগে থেকেই নির্ধারিত ছিল।
সূত্র উল্লেখ করে সংবাদসংস্থা জানিয়েছে যে, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ফিট রোহিত। সূত্র জানিয়েছে, রোহিত ফিটনেস টেস্টে পাশ করেছেন এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেমে নির্বাচক কমিটি ও বিসিসিআই।
হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে রোহিতকে প্রথমে অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে রাখা হয়নি। পরে তাঁর স্কোয়াডে অন্তর্ভূক্তির কথা জানায় বিসিসিআই।
গত ৯ নভেম্বর এক বিবৃতিতে জানানো হয়েছিল, বোর্ডের মেডিক্যাল টিম রোহিতের ফিটনেসের দিকে নজর রেখেছে এবং এ ব্যাপারে নির্বাচক কমিটিকে জানানো হয়েছে। রোহিতের সঙ্গে আলোচনাক্রমে তাঁকে অস্ট্রেলিয়ায় একদিন ও টি ২০ সিরিজে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে তাঁকে টেস্ট স্কোয়াডে সামিল করার কথাও জানানো হয়।

গত ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের ফাইনালে অংশগ্রহণকারী ভারতীয় খেলোয়াড়রা সেইদিন থেকেই জাতীয় দলের বায়ো-বাবলের অন্তর্ভূক্ত হন। রোহিত দেশে ফিরে আসেন এবং পরে হ্যামস্ট্রিংয়ে রিহ্যাবের জন্য এনসিএ-তে যান।