নয়াদিল্লি: ইন্দোরে গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নয়া রেকর্ড গড়েছেন ভারতীয় দলের অস্থায়ী অধিনায়ক রোহিত শর্মা। টি ২০-তে দ্রুততম ৩৫ বলে শতরানের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার এই রেকর্ড করেছিলেন। এই প্রোটিয়া ব্যাটসম্যানের রেকর্ড ভাঙতে না পারলেও রোহিত দক্ষিণ আফ্রিকার আরও এক ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সের একটি রেকর্ড ভেঙে দিয়েছেন। একটি ক্যালেন্ডার বছরে ডিভিলিয়ার্সের সবচেয়ে বেশি ছক্কার নজির ভেঙে দিয়েছেন রোহিত। এ বছর এখনও একটি টি ২০ ম্যাচ খেলবেন রোহিত। রবিবার ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ টি ২০ ম্যাচ খেলা হবে।
গতকালের ইনিংসে ৪৩ বলে ১১৮ রান করেছেন রোহিত। তাঁর ইনিংসে রয়েছে ১০ টি ছক্কা। সবমিলিয়ে চলতি বছরে তাঁর ব্যাট থেকে এসেছে ৬৪ টি ওভার বাউন্ডারি। ২০১২-তে ক্রিস গেইলের ৫৯ ছক্কার রেকর্ড ২০১৫ তে ভেঙেছিলেন ডিভিলিয়ার্স। সে বছর ৬৩ টি ছক্কা মেরেছিলেন ডিভিলিয়ার্স।
টি ২০ তে ভারতের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় (১০) মারার রেকর্ডও করেছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ভারতের হয়ে সবচেয়ে বেশি রানের ইনিংসের রেকর্ডও করেছেন রোহিত।