অস্ট্রেলিয়া সিরিজেই দলে ফেরার লক্ষ্যে রোহিত
Web Desk, ABP Ananda | 06 Feb 2017 07:39 AM (IST)
নয়াদিল্লি: চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে। অস্ত্রোপচারের পর রিহ্যাব চলছে। এবার জাতীয় দলে ফিরতে মরিয়া রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজকেই পাখির চোখ করছেন ভারতের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। রোহিত বলেছেন, ‘অস্ট্রেলিয়া সিরিজেই প্রত্যাবর্তনের চেষ্টা করছি আমি। এখন আমি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আছি। সবাই আমাকে সাহায্য করছে।’ গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে উরুতে চোট পান রোহিত। এরপর থেকেই তিন মাঠের বাইরে। লন্ডনে অস্ত্রোপচার হয়। রোহিত বলেছেন, তিনি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। একটি অনুষ্ঠানে রোহিত ও লোকেশ রাহুল হাজির ছিলেন। সেখানে রাহুল বলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁরা যেভাবে খেলেছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ঠিক সেভাবেই খেলবেন। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ভারত ভাল খেলছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সেই পারফরম্যান্স ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি।