Amazon Prime Day Sale 2024: আজকাল অনলাইনে শপিংয়েই (Online Shopping) অভ্যস্ত আমরা। অনলাইনে বিভিন্ন ই-কমার্স (E-commerce Sites) সংস্থা থেকে কেনাকাটা করেন অনেকেই। সেই সঙ্গে চলে সেলের অপেক্ষা। কোন ই-কমার্স সংস্থা কবে কী সেল (Online Shopping And Sale) দিচ্ছে তা অনেকেরই নখদর্পণে থাকে। বিভিন্ন ই-কমার্স সংস্থার সেলের মধ্যে বেশ জনপ্রিয় অ্যামাজন প্রাইম ডে সেল (Amazon Prime Day Sale)। চলতি বছর এই সেল চলবে মাত্র ২ দিন। আগামী ২০ এবং ২১ জুলাই অ্যামাজন প্রাইম ডে সেল ২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে। অন্যান্য বছরের মতোই অ্যামাজনের নিজস্ব প্রোডাক্টের ক্ষেত্রেও এই সেলে থাকতে চলেছে দারুণ অফার। এছাড়াও ক্রেতাদের জন্য ইএমআই, ব্যাঙ্কের কার্ডে ছাড়, এক্সচেঞ্জ অফার- এইসব তো থাকছেই। আর প্রাইম মেম্বাররা অ্যামাজনের প্রাইম ডে সেলে আগে থেকে কেনাকাটা করার সুযোগ পাবেন। ২০ জুলাই রাত ১২টায় এই সেল শুরু হবে এবং শেষ হবে ২১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিটে। ৪৮ ঘণ্টার এই সেল রয়েছে সপ্তাহান্তে, শনিবার এবং রবিবার। 


অ্যামাজন প্রাইম ডে সেল ২০২৪- এর ব্যাঙ্ক অফার 



  • আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড এবং ক্রেডিট কার্ড ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ক্রেতারা অ্যামাজনের এই সেলে ১০ শতাংশ ছাড় পাবেন। এই ছাড় প্রযোজ্য এসবিআই ক্রেডিট কার্ড এবং ক্রেডিট কার্ড ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রেও। 

  • যদি ক্রেতারা অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে কেনাকাটা করেন তাহলে রিওয়ার্ড হিসেবে ২৫০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে।

  • এছাড়াও প্রাইম মেম্বাররা ৩০০ টাকা ক্যাশব্যাঙ্ক পেতে পারে। এর পাশাপাশি তাঁরা ২২০০ টাকা পর্যন্ত রিওয়ার্ডও পেতে পারেন। 

  • অ্যামাজন প্রাইম ডে সেলে অ্যামাজনের নিজস্ব প্রোডাক্ট যেমন ইকো স্মার্ট স্পিকার এবং ফায়ার টিভি স্টিকের ক্ষেত্রে ৫৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকছে। 

  • সমস্ত অফারের সঙ্গে সেম-ডে (যেদিন অর্ডার করবেন সেই দিনই) এবং নেক্সট ডে (যেদিন অর্ডার দেবেন তার পরের দিন) জিনিস ডেলিভারি পাওয়ার সুবিধাও থাকছে ক্রেতাদের জন্য। 

  • অ্যামাজনের প্রাইম মেম্বারশিপও কেনা যাবে ডিসকাউন্টে। আপনি যদি একজন প্রাইম মেম্বার হয়ে থাকেন তাহলে অ্যামাজনের এই সেলে ৩০ দিনের ফ্রি ট্রায়াল পাবেন। 


আরও পড়ুন- বন্ধ হল ভারতের ট্যুইটার প্রতিদ্বন্দ্বী 'কু' অ্যাপ, বিদায় জানাল ছোট্ট হলুদ পাখি 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।