দুবাই: দীর্ঘ ১০২১ দিনের অপেক্ষার অবশেষে অবসান ঘটেছে গতকাল। আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG) এশিয়া কাপে (Asia Cup 2022) সুপার ফোরের নিজেদের শেষ ম্যাচে শতরান হাঁকান বিরাট কোহলি (Virat Kohli)। এটিই কোহলির আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম শতরান। তাঁর শতরানের পর স্বাভাবিকভাবেই শুভেচ্ছায় ভেসেছেন কোহলি। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma) তাঁকে ক্যামেরার সামনে শুভেচ্ছা জানান। 


বিরাট-রোহিতের খোশগল্প


ভারতীয় বোর্ডের আয়োজিত এক সাক্ষাৎকারে রোহিত ও বিরাট পাশাপাশি বসে গল্পে মাতেন। সেখানেই বিরাটকে ৭১তম শতরানের জন্য শুভেচ্ছা জানিয়ে শুদ্ধ হিন্দিতে রোহিত বলেন, '৭১তম শতরানের জন্য আপনাকে অনেক শুভেচ্ছা বিরাট। গোটা ভারতবর্ষ (শতরানের) অপেক্ষা করছিল এবং আমি নিশ্চিত আপনি নিজে সবার থেকে বেশি প্রতিক্ষায় ছিলেন। আপনার ইনিংসে মাঠে ভাল ফাঁকা খুজে বের করেন, সেখানে আপনি দারুণ শট খেলেন। নিজের ইনিংসের বিষয়ে আরেকটু কিছু বলুন। শতরানের পর কেমন অনুভব করছেন?' রোহিতের প্রশ্নের জবাবে কোহলি প্রথমেই মজা করে রোহিতের উদ্দেশে বলেন, 'প্রথমবার আমার সঙ্গে এত শুদ্ধ হিন্দিতে কথা বলছিস।'


 



 


শতরান উৎসর্গ


এরপরেই কোহিল নিজের শতরানের জন্য স্ত্রী অনুষ্কা শর্মাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, 'আমি জানি বাইরের জগতে আমায় নিয়ে অনেক চর্চা হচ্ছিল। আমি (শতরানের পর) আমার আংটিতে চুমু খাই। আমি আজ এখানে দাঁড়িয়ে আছি. তার পিছনে আসল কৃতিত্বটা একজনেরই। সেটা হল অনুষ্কা। এই শতরানটা আমি ওকে এবং আমাদের ছোট্ট মেয়ে ভামিকাকে উৎসর্গ করতে চাই। অনুষ্কার সঙ্গে আমি সবসময় কথাবার্তা বলেছি এবং ও আমায় সাপোর্ট করেছে। তাই মাঠে ফিরে আমি মরিয়া হয়ে রানের পিছনে ছুটিনি। ছয় সপ্তাহের এই বিরতিটা আমায় দারুণ সাহায্য করেছে। আমি বুঝতে পেরেছি আমি ঠিক কতটা ক্লান্ত ছিলাম। বিরতির পর আমি আবার নিজের খেলাটা উপভোগ করছি।' ভারতীয় অনুরাগীরা চাইবেন বিশেষ করে আসন্ন বিশ্বকাপে যেন কোহলির এই ফর্ম অব্যাহত থাকে।


আরও পড়ুন: ১০২১ দিনের অপেক্ষার শেষ, বিরাটের ব্যাটে ফের দুরন্ত সেঞ্চুরি