ভারতে গণ্ডারের সংখ্যা বিভিন্ন কারণে কমে যাচ্ছে। চোরাশিকার, স্বাভাবিক বাসস্থান নষ্ট হয়ে যাওয়া, রোগ ও অন্যান্য কারণে মৃত্যুর ফলে এই প্রাণীটি এখন বিপন্ন। বন্যপ্রাণ সংরক্ষণ আন্দোলনকারীরা গণ্ডার বাঁচানোর চেষ্টা করছেন। তাঁদের সঙ্গে এই উদ্যোগে এবার সামিল হলেন রোহিতও।
গণ্ডার সংরক্ষণের বিষয়ে এই ক্রিকেটার বলেছেন, ‘এই বিশ্বের বাসিন্দা হিসেবে সব প্রাণীকে রক্ষা করা আমাদের কর্তব্য। ভবিষ্যৎ আমাদের হাতে। আমাদের সন্তানরা যাতে জীববৈচিত্র্য উপভোগ করতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। আশা করি এই প্রচারের ফলে সবাই এক খড়গযুক্ত গণ্ডার বাঁচানোর জন্য এগিয়ে আসবেন।’