নাগপুর: আগামীকাল রবিবার নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ভারত। সিরিজের প্রথম টি ২০-তে হেরে গিয়েছিল রোহিত শর্মার দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে দুরন্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। দ্বিতীয় ম্যাচে বাইশ গজে দেখা গিয়েছিল রোহিত-ঝড়। ৪৩ বলে ৮৫ রানের দাপুটে ইনিংস খেলেছিলেন তিনি। ছয়টি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি মেরেছিলেন তিনি।
রোহিতের সামনে আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি রেকর্ডের হাতছানি। আর দুটি ছক্কা মারলেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ছক্কা পূর্ণ করবেন রোহিত। নাগপুরের ম্যাচে দুটি ছক্কা মারলেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ছক্কা পূর্ণ হবে তাঁর।
একদিনের ক্রিকেটে রোহিত ২৩২ টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। টেস্টে এর সংখ্যা ৫১ এবং টি ২০ তে ১১৫।
আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র দু’জন ব্যাটসম্যান চারশোর বেশি ছয় মেরেছেন। এঁরা হলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল ও পাকিস্তানের শাহিদ আফ্রিদি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ওভারবাউন্ডারি থেকে আর মাত্র দুটি বড় শট দূরে রোহিত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Nov 2019 09:56 PM (IST)
আগামীকাল রবিবার নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ভারত। সিরিজের প্রথম টি ২০-তে হেরে গিয়েছিল রোহিত শর্মার দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে দুরন্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। সিরিজে সমতা ফিরিয়ে এনেছে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -