গতকালের এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে ২৩৮ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। চোট পাওয়া ম্যাকেঞ্জি করেন ৯৯ রান। ৪৩ ওভারের শেষদিকে পায়ের পেশিতে টান ধরায় তিনি অবসৃত হন। ৪৮-তম ওভারে তিনি ফের ক্রিজে আসেন। তবে পরের বলেই তাঁকে আউট করে দেন ক্রিস্টিয়ান ক্লার্ক। অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শতরান না পাওয়ার হতাশা তো ছিলই, তার সঙ্গে চোটের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ার চেষ্টা করছিলেন ম্যাকেঞ্জি। সেটা দেখে তাঁর সাহায্যে এগিয়ে আসেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। এরপর আট উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। তবে খেলার ফলের চেয়েও বেশি আলোচনা হচ্ছে সৌজন্যমূলক আচরণ নিয়ে।