ওয়েলিংটন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম তিনটি ম্যাচই জিতে যাওয়ার পর এবার শেষ দু’টি ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারে ভারতীয় দল। গতকালের ম্যাচের পর অধিনায়ক বিরাট কোহলি এই ইঙ্গিত দেন। তিনি জানান, ৫-০ ফলে সিরিজ জেতা লক্ষ্য হলেও, নবদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দরের মতো ক্রিকেটারদের সুযোগ প্রাপ্য। এছাড়া সঞ্জু স্যামসন, কুলদীপ যাদব, ঋষভ পন্থরাও এখনও পর্যন্ত এই সিরিজে খেলার সুযোগ পাননি। ফলে নিয়মরক্ষার ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল দেখা যেতে পারে।


ভারতের টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, ব্যাটিং বিভাগে বদলের সম্ভাবনা কম। দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল খেলবেন। বিরাটও খেলবেন। ছন্দে থাকা শ্রেয়স আয়ারকেও মাঠের বাইরে বসিয়ে রাখার প্রশ্ন নেই। মণীশ পাণ্ডে, শিবম দুবেকেও খেলার সুযোগ দেওয়া হবে। আগামীকালের ম্যাচেও রাহুলই উইকেটকিপিং করবেন না ঋষভ বা সঞ্জুর মধ্যে কোনও একজনকে সুযোগ দেওয়া হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বোলিং বিভাগে বদলের সম্ভাবনা রয়েছে। শার্দুল ঠাকুরের বদলে খেলতে পারেন নবদীপ। জসপ্রীত বুমরাহকে যদি বিশ্রাম দেওয়া হয়, তাহলে সুযোগ পেতে পারেন ওয়াশিংটন।

ভারত-নিউজিল্যান্ড এখনও পর্যন্ত ১৪টি টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে। কিউয়িদের জয় আটটি ম্যাচে এবং ভারত জিতেছে ৬টি ম্যাচ। এর মধ্যে গতকালের ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে জয় পেয়েছে ভারত। সাম্প্রতিক রেকর্ডও ভারতের পক্ষে। শেষ পাঁচটি টি-২০ ম্যাচই জিতেছেন বিরাটরা। অন্যদিকে, কেন উইলিয়ামসনের দল শেষ পাঁচটি টি-২০ ম্যাচই হেরে গিয়েছে। এর মধ্যে দু’টি ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে নিষ্পত্তি হয়েছে। ভারতের বিরুদ্ধে শেষ পাঁচটি টি-২০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ওয়েলিংটনে কিউয়িদের রেকর্ড ভাল হলেও, ভারতীয় দল এখন যে ফর্মে আছে, তাতে লড়াই মোটেই সহজ হবে না।