নয়াদিল্লি: গত বিশ্বকাপে (World Cup Cricket) তাঁর ব্যাট থেকে এসেছিল পাঁচটি ঝকঝকে শতরান। কিন্তু দলকে বিশ্বকাপ জেতাতে পারেননি। সেমিতে কিউয়িদের বিরুদ্ধে হারের পর রোহিত শর্মার (Rohit Sharma) ড্রেসিংরুমে হতাশাজনক মুখের অভিব্যক্তি আজও ক্রিকেটপ্রেমীদের আবেগপ্রবণ করে তোলে। চার বছর পর এবারের বিশ্বকাপে তিনিই ভারতীয় দলের নেতৃত্বে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান পাননি। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই অবশ্য জ্বলে উঠল হিটম্যানের ব্যাট। আর শুধু জ্বললই না। অরুণ জেটলি স্টেডিয়ামে একের পর এক রেকর্ড গড়লেন আর ভাঙলেন ভারত অধিনায়ক। 


নিজের ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৩১ তম শতরান হাঁকিয়ে ফেললেন রোহিত এদিন। টপকে গেলেন রিকি পন্টিংকে। বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক ৩০টি সেঞ্চুরির মালিক ওয়ান ডে ফর্ম্যাটে। রোহিত এখন শুধুমাত্র সচিন ও বিরাটের পরই জায়গা করে নিয়েছেন। সচিনের ঝুলিতে ৪৯টি ও বিরাটের ঝুলিতে ৪৭টি শতরান রয়েছে। বিশ্বকাপের মঞ্চে এটি ছিল রোহিতের সপ্তম শতরান। ২০১৫ বিশ্বকাপে একটি শতরান করেছিলেন। গত বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে হাঁকিয়েছিলেন পাঁচটি সেঞ্চুরি। যা কোনও একটি বিশ্বকাপের আসরে যে কোনও ব্যাটারের হাঁকানো সর্বাধিক সেঞ্চুরি ছিল। এবার আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন। মোট সংখ্যা ৭। টুর্নামেন্টের ইতিহাসে যে কোনও ব্যাটারের সর্বাধিক ব্যক্তিগত সেঞ্চুরি। এই তালিকায় সচিন তেন্ডুলকর ৬টি শতরান করে এতদিন শীর্ষে ছিলেন। এদিন মাত্র ৬৩ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছন রোহিত। আর তার সঙ্গে সঙ্গেই ভারতীয় ব্যাটারদের মধ্যে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরানের মালিকও হয়ে গেলেন ডানহাতি এই ব্যাটার। 


রোহিত এদিন টেক্কা দিলেন ক্রিস গেলকেও। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৫৫৩টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় এতদিন শীর্ষে ছিলেন ইউনিভার্সাল বস ক্রিস গেল। তাঁকেও টেক্কা দিয়ে হিটম্যান এখন সবার আগে এই তালিকায়। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ১৩১ রানের ইনিংস খেলার পর রোহিতের ঝুলিতে বর্তমানে ৫৫৬টি ছক্কা। 


বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান সচিন তেন্ডুলকরের। তাঁর ঝুলিতে রয়েছে ২২৭৮ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। এই ম্যাচের আগে পর্যন্ত কিং কোহলির ঝুলিতে ছিল ১১১৫ রান। তৃতীয় স্থানে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর ঝুলিতে ছিল ১০০৬ রান। তাঁকে এদিন টপকে তৃতীয় স্থানে উঠে এলেন রোহিত। 


বুধবার শুরু থেকেই আগ্রাসী ছিলেন রোহিত। আফগানিস্তানের কোনও বোলারকে থিতু হওয়ার সময়টুকুও দেননি মুম্বই ব্যাটার। এদিন ৮৪ বলে ১৩১ রানের ইনিংস খেলে আউট হন রোহিত শর্মা। নিজের ইনিংসে ১৬টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান তিনি। রশিদ খানের বলে বোল্ড হলেন যখন তখন ভারতীয় দল মজবুত পরিস্থিতিতে। তবে আফগানিস্তানের বিরুদ্ধে এই রান আসন্ন পাক ম্যাচের আগে রোহিত ও ভারতীয় দলের আত্মবিশ্বাস মজবুত করবে।