সেঞ্চুরিয়ন: ৩২ বছর ধরে টেস্ট খেলিয়ে দেশ হিসেবে যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা (South Africa)।  কিন্তু এরপর থেকে এখনও পর্যন্ত ঘটিয়া শহরে গিয়ে সিরিজ জিততে পারেনি ভারতীয় দল (Indian Crcket Team)।  মোট আটটি সিরিজ খেলে সবগুলো সিরিজেই হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে।  এবার আরও একটি সিরিজ খেলতে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল (Indian Cricket Team) দক্ষিণ আফ্রিকায় (South Africa) পাড়ি দিচ্ছে। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান মনে করেন যে, রোহিত শর্মা যদি অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকায় সাফল্য পান, তবে তা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে লেখা থাকবে। 


এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার বলেন, ''রোহিত শর্মা যদি অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জেতেন, তবে আমি মনে করি ওর নাম ভারতীয় ক্রিকেটে সবার ওপরের দিকে থাকবে। রোহিত নিজে ওপেনার। নতুন বলে যদি ও ভাল খেলতে পারে, তবে দলের বাকি ব্যাটারদের ক্ষেত্রেও কাজটা সহজ হয়ে যাবে। আমি মনে করি ওর পারফরম্যান্সও নির্ভর করছে ভারতের সাফল্যের পেছনে।'' 


রোহিতের সঙ্গে বিরাটের ব্যাটিংয়ের ওপরও যে নির্ভর করবে ভারত, তা মনে করিয়ে দিচ্ছেন পাঠান। তিনি বলেন, ''এই দলে ২ অভিজ্ঞ তারকা রয়েছে। রোহিত ও বিরাট। ২ জনেই অভিজ্ঞ। ২ জনেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। বিশ্বকাপ ফাইনালের পর আর মাঠে নামেননি ২ জন। আমি জানি ইংল্যান্ডের যেই প্যাশন নিয়ে খেলেছিল ২ জন। দক্ষিণ আফ্রিকাতেও সমানভাবেই খেলবে ওরা।''


আগামী ২৬ শে ডিসেম্বর থেকে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত দক্ষিণ আফ্রিকা (India vs South Africa Test Series)।  আর এই সিরিজেই ভারতের সাফল্য পুরোটাই নির্ভর করছে বিরাট কোহলি পারফরম্যান্সের উপর, এমনটাই মনে করেন জ্যাক কালিস।  এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রোটিয়া কিংবদন্তি অলরাউন্ডার বলেন, " বিরাট একজন অসাধারণ প্লেয়ার।  যেখানেই খেলেছি সেখানেই সাফল্য পেয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটিতেও ওর পারফরম্যান্স যথেষ্ট ভাল।  এখানকার পরিবেশে কীভাবে খেলতে হবে তা ওর থেকে ভাল, ভারতীয় দলে আর কেউ জানে না।  আমি মনে করি ভারতীয় দলের তরুণ ক্রিকেটারদের ও অনেক পরামর্শ দিতে পারবে।"  


কালিস আরও বলেন, "বিরাট এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে।  বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছে ও।  আমি নিশ্চিত যে, দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের সাফল্য অনেকটাই নির্ভর করছে বিরাট কেমন খেলে তার ওপর। ভারত যদি আসন্ন টেস্ট সিরিজে ভাল পারফর্ম করে, তার অর্থ বিরাটও দারুণ পারফর্ম করতে চলেছে টেস্ট সিরিজে।"