রাজকোট: ব্যাট হাতে তিনি ছন্দ হাতড়ে বেড়াচ্ছিলেন। আগের দুই টেস্টে চার ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ছিল ৩৯।
রাজকোটে ছন্দে ফিরলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ইংল্যান্ডের বিরুদ্ধে করলেন সেঞ্চুরি। সেই সঙ্গে সুনীল গাওস্করের (Sunil Gavaskar) অনন্য এক কীর্তির আরও কাছাকাছি পৌঁছে গেলেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৪টি সেঞ্চুরি রয়েছে গাওস্করের। যা ভারতের সর্বোচ্চ। রোহিতের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে তৃতীয় সেঞ্চুরি হয়ে গেল তাঁর। আর একটি সেঞ্চুরি করলেই সানিকে স্পর্শ করবেন রোহিত।
হায়দরাবাদে প্রথম টেস্টের দুই ইনিংসে রোহিতের রান ছিল ২৪ ও ৩৯ রান। সেই টেস্টে হেরেও গিয়েছিল ভারত। পরের টেস্টে ভারত জিতলেও, ব্যাটে রান ছিল না হিটম্যানের। বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে ১৪ রানে আউট হয়েছিলেন রোহিত। দ্বিতীয় ইনিংসে ১৩ করে আউট হয়ে গিয়েছিলেন। তবে রাজকোটে সমস্ত খামতি সুদে আসলে মিটিয়ে নিলেন রোহিত। টেস্টে নিজের একাদশ সেঞ্চুরি করলেন তিনি।
অধিনায়ক হিসেবে তাঁর এটি তৃতীয় টেস্ট সেঞ্চুরি। রোহিত ভারতের প্রবীণতম অধিনায়ক হিসেবেও টেস্টে সেঞ্চুরি করার নজির গড়েছেন। রোহিত ২০১৯ সাল থেকে তিনটি ক্যালেন্ডার বর্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সমস্ত ওপেনারদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি হাঁকানোরও নজির গড়েছেন রোহিত। ৩৬ বছর বয়সী তারকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫০টি ইনিংসে আটটি শতরান এবং সমসংখ্যক হাফসেঞ্চুরি করেছেন। পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০০ টেস্ট রানও পূর্ণ করেছেন তিনি। ২৩টি ইনিংসে তিনটি শতরান এবং চারটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর।
তবে এদিন একটি সুযোগ দিয়েছিলেন রোহিত। টম হার্টলির বলে স্লিপে তাঁর ক্যাচ ফেলে দেন জো রুট। রোহিতের রান তখন মাত্র ২৭। তারপর আরও ১০৪ রান যোগ করেন রোহিত। যা নিয়ে রুট নিশ্চয়ই নিজের হাত কামড়াবেন। রোহিত শেষ পর্যন্ত ১৩১ রান করে আউট হন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।পরের