এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেটে ২৮৯ রান করে। শিখর ধবনের রাজকীয় সেঞ্চুরি ছাড়াও অধিনায়ক বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটে ভর করে ওই রান তোলে ভারত। কিন্তু এদিনও নিষ্প্রভ রইল একদিনের ক্রিকেটে তিনটি ডবল সেঞ্চুরির মালিক রোহিতের ব্যাট। তিনি মাত্র ৫ রান করে আউট হয়ে যান।
এর আগে তৃতীয় একদিনের ম্যাচে তিনি কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন রোহিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের চারটি ম্যাচে তাঁর মোট রান মাত্র ৪০। এর আগে টেস্টে সিরিজে দুটি ম্যাচের চার ইনিংসে তাঁর সংগ্রহ ৭৮ রান।
চলতি সিরিজে রোহিত সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন প্রোটিয়া পেস বোলার কাসিগো রাবাডাকে সামলাতে। টেস্ট ও একদিনের ম্যাচ মিলিয়ে মোট ছয়বার রাবাডার শিকার হয়েছেন ভারতের হিটম্যান হিসেবে পরিচিত রোহিত।
ওয়ান্ডারার্সে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ ও সমালোচনার শিকার হলেন রোহিত।
একজন ইউজার লিখেছেন,রোহিতের ইনিংসের থেকে তো বেশি সময় ধরে চলে দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত।
আর একজন লিখেছেন, গত চারটি একদিনের ম্যাচে রোহিত নিজের জার্সি নম্বরের থেকে কম রান করেছেন।
অন্য এক ইউজারের কটাক্ষ, রোহিত শর্মা উত্তরপ্রদেশ বোর্ডের পরীক্ষার্থীর মতো। প্রতিভা থাকলেও দুজনে বিদেশের মাটি ও বিদেশি ভাষাতে ফেল হয়ে যান।
আর একজনের খোঁচা, রোহিত শর্মা ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১৯৫ রানের জন্য বঞ্চিত হলেন।
এক ইউজারের কটাক্ষ, রোহিত তো আউট হতেই এসেছেন।