মুম্বই: ২০২৪ সালের জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ে। শুক্রবারই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দুই সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা খেলবেন কি না, তা নিয়ে রয়েছে জল্পনা। ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর সীমিত ওভারের ক্রিকেট থেকে কিছুদিন দূরে ছিলেন দুই মহাতারকা।
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না, এরকম মন্তব্য দুই ক্রিকেটারই করেননি। রোহিত তো জানিয়েই দিয়েছেন, তিনি সব ধরনের ক্রিকেটই খেলতে চান। এই পরিস্থিতিতে আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে কোহলি ও রোহিত খেলবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়। শোনা যাচ্ছে, দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলতে প্রধান নির্বাচক অজিত আগরকর দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছিলেন।
শোনা যাচ্ছে, কোহলি ও রোহিত - দুই তারকাই আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারেন। তারপরেও তাঁদের হাতে পড়ে রয়েছে আইপিএল। যেখানে ভাল পারফর্ম করলে বিশ্বকাপে খেলা উচিত দু'জনেরই। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে হাতে বেশি সময় নেই। ১১ জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচ।
সূত্রের খবর, নির্বাচক প্রধান অজিত আগরকরকে কোহলি ও রোহতি - দুজনই জানিয়ে দিয়েছেন যে, আফগানিস্তানের বিরুদ্ধে তাঁদের পাওয়া যাবে। আগামী ২-১ দিনের মধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে। তার মধ্যে আগরকর দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসবেন।
শোনা যাচ্ছে, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বোর্ড সচিব তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ। এ-ও খবর যে, কোহলি ও রোহিত, দুজনই টি-টোয়েন্টির একাদশে থাকলে টিম কম্বিনেশন নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করতে হবে।
রোহিত, শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, কে এল রাহুলরা সকলেই ডানহাতি ব্যাটাররা। সবাই একসঙ্গে খেললে ব্যাটিংয়ের বৈচিত্র কমবে। যশস্বী জয়সওয়াল বা ঈশান কিষাণের মতো কাউকে কোহলি বা রোহিতের পরিবর্তে খেলানোর মতো সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন নির্বাচকেরা?
আরও পড়ুন: Shubham Dubey: বাবার ছিল পানের দোকান, কোটিপতি হয়ে শুভমের কানে বাজছে সৌরভের মন্ত্র
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে