প্যারিস: একেবারে একপেশে লড়াই। ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে কোকো গফকে হারিয়ে খেতাব জিতলেন ইগা সিয়নটেক। রোঁলা গাঁরোতে এই নিয়ে দ্বিতীয়বার খেতাব জিতলেন সিয়নটেক। কোকোর বিরুদ্ধে খেলার ফল সিয়নটেকের পক্ষে ৬-১, ৬-৩। মহিলাদের সিঙ্গলসে সিয়নটেকই ছিলেন এবারের শীর্ষবাছাই। কিন্তু আমেরিকান টেনিস তরুণী গফ নিজে এবার এতটাই ভাল পারফর্ম করেছিলেন যে মনে হচ্ছিল যে হয়ত কোনও অঘটন ঘটাতে পারেন তিনি। কিন্তু গোটা ম্যাচে একটুকুও প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না গফ। 


এই নিয়ে টানা ৩৫ ম্যাচে জিতলেন সিয়নটেক। ফিলিপে চাট্রিয়ার কোর্টে ৬৮ মিনিটের লড়াই শেষে শেষ হাসি হাসলেন পোল্যান্ডের এই টেনিস তারকা। সেরেনা উইলিয়ামসের সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন সিয়নটেক।


কোকো গফের বিরুদ্ধে এই নিয়ে টানা ৩ ম্যাচে জয় ছিনিয়ে নিলেন সিয়নটেক। ওয়ার্ল্ড ট্যুরে শেষ ৯ বারই জয় পেলেন পোল্যান্ডের টেনিস তরুণী। এদিন প্রথম সেট থেকেই কিছুটা নার্ভাস মনে হচ্ছিল গফকে। প্রচুর আনফোর্স এরর করেন তিনি। 


মাত্র ১৬ মিনিটের মাথায় ৩-০ ব্যবধানে পিছিয়ে গিয়েছিলেন গফ। প্রথম সেটে একমাত্র একটি গেমই জিততে পেরেছিলেন ১৮ বছরের আমেরিকান টেনিস প্লেয়ার। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই দিয়েছিলেন গফ। তবে পিছিয়ে গিয়েও দুরন্ত প্রত্যাবর্তন করেন সিয়নটেক। 


কাল পুরুষদের ফাইনাল


মারিন সিলিস-কে হারিয়ে ফরাসি ওপেনের (French Open) ফাইনালে ক্যাসপার রুড (Casper Ruud)। নরওয়ের প্রথম খেলোয়াড় হিসেবে কোনও গ্রান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন ২৩-এর ক্যাসপার। ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল। ক্যাসপার রুড ৩-৬, ৬-৪, ৬-২ ও ৬-২ ব্যবধানে সিলিসকে হারান। জয়ের পর রুড বলেন, "এটা আমার কাছে একটা দারুণ ম্যাচ ছিল। আমার শুরুটা ভাল হয়নি। প্রথম সেটে ভাল খেলেছিল মারিন। "


এদিকে ফাইনালে তাঁর মুখোমুখি হচ্ছেন ১৩ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদাল। এপ্রসঙ্গে রুড বলেন, রাফার দিকে তাকিয়ে আছি। কোর্টে কীভাবে আচরণ করতে হয়, তার নিখুঁত উদাহরণ ও। কখনোই আশা ছাড়ে না এবং অভিযোগ জানায় না। আমার জীবনের আদর্শ নাদাল।