মস্কো: বিশ্বযুদ্ধের প্রথম পর্বের অভিযানেই তামাম ভক্তকুলকে হ্যাটট্রিক উপহার দিয়েছেন! প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে কার্যত একা কুম্ভ হয়ে উঠেছিলেন পর্তুগালের সিআরসেভেন। ভাইকিংয়ের ব্যানানা কিক-এ বাকরুদ্ধ হয়ে যায় স্প্যানিশ আর্মাডা! এতো স্রেফ মুখের গ্রাস কেড়ে নেওয়া!! শেষ মূহুর্তে ফ্রিকিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চোখধাঁধানো গোল স্পেনের বিরুদ্ধে খেলায় সমতা ফিরিয়ে আনে পর্তুগাল। আরও কিছু চমক দিতে স্যর অ্যালেক্স ফার্গুসনের প্রাক্তন ছাত্র আজ ফের নামছেন ময়দানে।
স্পেনের বিরুদ্ধে রোনাল্ডো তাঁর কেরিয়ারের ৫১ তম হ্যাটট্রিক করেছিলেন। বিশ্বকাপের ইতিহাসে ওই হ্যাটট্রিক ছিল ৫১ তম। একইসঙ্গে চতুর্থ ফুটবলার হিসেবে চারটি বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন রোনাল্ডো। নিজের পারফরম্যান্সে খুশি রোনাল্ডো। মরক্কোর বিরুদ্ধে ম্যাচের আগে রোনাল্ডো বলেছেন, আমি খুব খুশি। এটা দারুণ একটা ব্যক্তিগত রেকর্ড। তবে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার দলের বিরুদ্ধে গত ম্যাচে দল যে রকম খেলেছে, সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আজ বিশ্বকাপের গ্রুপ বি-এর ম্যাচে মস্কোর লুজনিকি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পতুর্গাল এবং মরক্কো। এই ম্যাচ জিতলে শেষ ষোলোয় যাওয়ার পথ প্রশ্বস্ত হবে রোনাল্ডোর দলের।
এই মরক্কোরই অধিনায়ক মেহদি বেনাতিয়া। খেলেন ইতালির ওল্ড লেডি জুভেন্তাসে। বেনাতিয়া হলেন সেই খেলোয়াড়, যিনি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে, রোনাল্ডো-কে কার্যত বোতলবন্দি করে রেখেছিলেন। তবে রোনাল্ডো এই মুহূর্তে যে ফর্মে রয়েছেন, তাতে উৎফুল্ল সিআর সেভেন-এর ভক্তরা। পর্তুগালের সোজা হিসেব, প্রতি আক্রমণাত্মক খেলে রুখে দেওয়া গেছে স্পেনকে। এসেছে ১ পয়েন্ট। মরক্কোর বিরুদ্ধে মূল্যবান ৩ পয়েন্ট তুলে শেষ ষোলোর রাস্তা পরিস্কার করাটাই এখন পতুর্গালের পাখির চোখ।
বিশেষজ্ঞদের ভাবাচ্ছে জার্মানি আর মেক্সিকো ম্যাচের ফলাফলও। বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচেই হারিয়ে অঘটন ঘটিয়েছে মেক্সিকো। আর মরক্কোর ক্ষেত্রে এমন কোনও ম্যাজিক হবে না, তা কেই বা বলতে পারে! ১৯৮৬-র বিশ্বকাপের গ্রুপ এফ-এর শেষ ম্যাচে মরক্কো কাছে ৩-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ফের্নান্দো গোমেজের পর্তুগালকে। তাই ২০১৮-র রোনাল্ডো, রিকার্ডো কোয়ারেসমা, জোয়াও মারিওরা বড্ড সাবধানী।
২০১৬-র ইউরো চ্যাম্পিয়ন হলেও পর্তুগালকে এবারের বিশ্বকাপের ফেভারিট মনে করছেন না বিশেষজ্ঞরা।
পর্তুগিজ স্ট্রাইকার অ্যান্দ্রে সিলভা বলেছেন, আমি মনে করি দুটি দলের মধ্যে তুলনা করলে আমরা মরক্কোর থেকে শক্তিশালী। তার মানে কিন্তু এই নয় যে, ম্যাচটা আমাদের পক্ষে সহজ হবে। আমরা ওদের খাটো করে দেখতে পারি না। প্রতিপক্ষকে সর্বদাই মর্যাদা দিতে হবে। বিশ্বকাপে প্রতিটি খেলাই কঠিন।
বিশ্বকাপে আজ ফের মাঠে নামছেন রোনাল্ডো, মরক্কোর মুখোমুখি পর্তুগাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jun 2018 08:04 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -