ওয়েলিংটন: বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ান ডে, টি-টোয়েন্টি ও টেস্টে ১০০টি করে আন্তর্জাতিক খেলার বিরলতম কৃতিত্ব গড়লেন কিউই তারকা রস টেলর। একদিনের আন্তর্জাতিকে ১০০ ম্যাচ তিনি অনেক আগেই খেলেফেলেছেন। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়ে ক্রিকেটের নবীনতম সংস্করণেও শততম ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। শুক্রবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে  নিজের কেরিয়ারে ১০০তম টেস্ট খেলতে নামলেন রস টেলর।



কিউই তারকার এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে তাঁকে উপহার দেওয়া হল ১০০ বোতল মদ। প্রতিটি টেস্টের জন্য একটি করে মদের বোতল। এদিন নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সামনেই প্রাক্তন কিউই ক্রিকেটার ইয়ান স্মিথ টেলরের হাতে একটি টুপি সহ ১০০ বোতল মদ উপহার তুলে দেন। টেলরের আগে প্রাক্তন তিন কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিং, ড্যানিয়েল ভেত্তোরি এবং ব্রেন্ডন ম্যাকালামই কেবল একশোর ওপর টেস্ট খেলেছেন।


রানের পরিসংখ্যান অনুযায়ী রস টেলর তাঁর দেশের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার। আগে রয়েছেন ম্যাকালাম এবং মার্টিন গাপ্তিল। ১০০ বোতল মদ উপহার পাওয়ার পর কিউই তারকা বলেন, “দল এবং পরিবারের পক্ষে এই অভিজ্ঞতা সত্যিই দারুণ। এর আগে এমন কোনও অনুষ্ঠান হয়নি। যেহেতু এগুলো সীমিত দিন পর্যন্তই সংরক্ষণ করা যাবে, সেকারণেই মদ তা করতে আমার সাহায্যের প্রয়োজন।”


প্রসঙ্গত, এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ওয়েলিংটনে প্রবল হাওয়া এবং কিউই বোলারদের সুইংয়ের সামনে কার্যত বিপর্যয়ের সম্মুখীন হয় ভারতীয় ব্যাটসম্যানরা। অভিষেকেই তাক লাগিয়ে দেন কাইল জেমিসন। তাঁর ঝুলিতে গিয়েছে ৩টি শিকার। চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি সহ বিরাট কোহলির উইকেটও গিয়েছে জেমিসনের ঝুলিতে।


বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের খেলার শেষে ভারত ৫ উইকেট হারিয়ে ১২২। অপরাজিত ৩২ রানে দাঁড়িয়ে অজিঙ্কা রাহানে। তাঁর সঙ্গে ১০ রানে অপরাজিত রয়েছেন ঋষভ পন্থও।