IPL Final Score, RR vs CSK: শেষ ওভারে তিনটি ছক্কা ধোনির, ১৬ রানে জয় রাজস্থানের

চলতি আইপিএল-এ আজই শারজায় প্রথম ম্যাচ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 23 Sep 2020 12:02 AM
রাজস্থানের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন সঞ্জু স্যামসন (৩২ বলে ৭৪) ও স্টিভ স্মিথ (৪৭ বলে ৬৯)। শেষ ওভারে চারটি ছক্কা মারেন জোফরা আর্চার। তিনি করেন ৮ বলে ২৭ রান। তার ফলেই বড় স্কোর করতে পারে রাজস্থান। চেন্নাইয়ের হয়ে ৩৭ বলে ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলেন ফাফ দু প্লেসি। শেষ ওভারে তিনটি ছক্কা মারেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তিনি ১৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন।
প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ১৬ রানে হেরে গেল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৬ রান করে রাজস্থান। জবাবে ৬ উইকেটে ২০০ রান করেই থেমে গেল চেন্নাই।
2nd Innings, Chennai Super Kings: ২০ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ২০০/৬। ১৬ রানে জয় রাজস্থান রয়্যালসের। শেষ ওভারে তিনটি ছক্কা মারলেন ধোনি। তবে সেটা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না।
2nd Innings, Chennai Super Kings: ১৯ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১৭৯/৬। জয়ের জন্য দরকার ৬ বলে ৩৮ রান।
2nd Innings, Chennai Super Kings: ১৮ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১৬৯/৫। জয়ের জন্য দরকার ১২ বলে ৪৮ রান।
উনাদকাটের ওভারে তিনটি ছক্কা মারলেন দু প্লেসি। জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ১৮ বলে ৫৮ রান।
2nd Innings, Chennai Super Kings: ১৭ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১৫৯/৫।
2nd Innings, Chennai Super Kings: ১৬ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১৩৮/৫।
2nd Innings, Chennai Super Kings: ১৫ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১৩১/৫।
2nd Innings, Chennai Super Kings: ১৪ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১১৫/৫।
কেদার যাদবকে (২২) ফেরালেন আর্চার। ১১৪ রানে ৫ উইকেট হারাল চেন্নাই।
2nd Innings, Chennai Super Kings: ১৩ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১০৮/৪।
2nd Innings, Chennai Super Kings: ১২ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১০১/৪।
১২ নম্বর ওভারে শ্রেয়স গোপালের বলে পরপর তিনটি বাউন্ডারি কেদার যাদবের। এই ওভারে উঠল ১৫ রান।
2nd Innings, Chennai Super Kings: ১১ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৮৬/৪।
2nd Innings, Chennai Super Kings: ১০ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৮২/৪।
এক ওভারে জোড়া উইকেট তেওয়াটিয়ার। এবার আউট রুতুরাজ গায়কোয়াড় (০)। ৭৭ রানে ৪ উইকেট হারাল চেন্নাই।
নবম ওভারে তেওয়াটিয়ার বলে পরপর দু’টি ছক্কা স্যাম কারানের। এরপরেই স্টাম্প আউট হয়ে গেলেন তিনি। ১৭ রান করলেন কারান। ৭৭ রানে তৃতীয় উইকেট হারাল চেন্নাই।
2nd Innings, Chennai Super Kings: ৮ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৬৪/২।
বিজয়কে (২১) ফেরালেন গোপাল। ৫৮ রানে দ্বিতীয় উইকেট হারাল চেন্নাই।
2nd Innings, Chennai Super Kings: ৭ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৫৭/১।
৭ নম্বর ওভারে চেন্নাইয়ের প্রথম উইকেটের পতন। রাহুল তেওয়াটিয়ার বলে বোল্ড হয়ে গেলেন ওয়াটসন (৩৩)। ৫৬ রানে প্রথম উইকেট হারাল চেন্নাই।
2nd Innings, Chennai Super Kings: ৬ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৫৩/০।
৬ নম্বর ওভারে বোলিং করতে এলেন টম কারান। তাঁর বল পরপর দু’টি ছক্কা মারলেন ওয়াটসন। পরের বলে আবার বাউন্ডারি। এই ওভারে উঠল ১৭ রান।
আর্চারের দ্বিতীয় ওভারের প্রথম বলে ছক্কা মারলেন ওয়াটসন। এই ওভারে আর কোনও রান হল না।
2nd Innings, Chennai Super Kings: ৫ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৩৬/০।
বোলিং পরিবর্তন। পঞ্চম ওভারে বল করতে এলেন শ্রেয়স গোপাল। তিনি প্রথম ওভারে দিলেন ১১ রান।
2nd Innings, Chennai Super Kings: ৪ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ২৫/০।
আর্চারের দ্বিতীয় ওভারের প্রথম বলে ছক্কা মারলেন ওয়াটসন। এই ওভারে আর কোনও রান হল না।
2nd Innings, Chennai Super Kings: ৩ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১৯/০।
উনাদকাটের দ্বিতীয় ওভারে পরপর দু’টি বাউন্ডারি মারলেন বিজয়। এই ওভারে উঠল ১১ রান।
2nd Innings, Chennai Super Kings: দ্বিতীয় ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৮/০।
রাজস্থানের হয়ে দ্বিতীয় ওভারে বোলিং করতে এলেন আর্চার। এই ওভারে উঠল মাত্র ৩ রান।
2nd Innings, Chennai Super Kings: প্রথম ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৫/০।
চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নেমেছেন শেন ওয়াটসন ও মুরলী বিজয়। রাজস্থানের হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন জয়দেব উনাদকাট।
চেন্নাইয়ের হয়ে ৪ ওভারে ৫৬ রান দিলেন এনগিডি। তিনি একটি উইকেট নেন। চাওলা দিয়েছেন ৪ ওভারে ৫৫ রান। তিনিও একটি উইকেট নেন। স্যাম কারান ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন।
চলতি আইপিএল-এ আজই প্রথম কোনও দল ২০০ রান করল। শেষ ওভারে যেভাবে শারজায় ব্যাট হাতে ঝড় তুললেন আর্চার, তার ফলেই এই রান তুলতে পারল রাজস্থান। স্মিথ আউট হয়ে যাওয়ার পর মনে হয়নি রাজস্থান ২০০ রানের গণ্ডি পার করতে পারবে। কিন্তু আর্চার পরপর চারটি ছক্কা মেরে হিসেব বদলে দিলেন।
1st Innings, Rajasthan Royals: ২০ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ২১৬/৭।
শেষ ওভারে লুঙ্গি এনগিডির বলে পরপর চারটি ছক্কা জোফরা আর্চারের। এই ওভারে উঠল ৩০ রান।
1st Innings, Rajasthan Royals: ১৯ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১৮৬/৭।
৪৭ বলে ৬৯ রান করে আউট স্মিথ। সপ্তম উইকেট হারাল রাজস্থান।
টম কারানের আউটের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক। প্রথমে তাঁকে আউট দেন আম্পায়ার। রিভিউ নিতে পারেননি তিনি। পরে তৃতীয় আম্পায়ার নট আউটের সিদ্ধান্তের কথা জানান।
1st Innings, Rajasthan Royals: ১৮ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১৭৭/৬।
৬ রান করেই আউট হয়ে গেলেন রিয়ান পরাগ। ষষ্ঠ উইকেট হারাল রাজস্থান।
1st Innings, Rajasthan Royals: ১৭ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১৭৩/৬।
১০ রান করে স্যাম কারানের বলে এলবিডব্লু হয়ে গেলেন রাহুল তেওয়াটিয়া। ডিআরএস নিয়েও উইকেট বাঁচাতে পারলেন না তিনি। পঞ্চম উইকেট হারাল রাজস্থান।
1st Innings, Rajasthan Royals: ১৬ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১৬৬/৪।
1st Innings, Rajasthan Royals: ১৬ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১৬৬/৪।
মাত্র ৫ রান করেই চাওলার বলে দু প্লেসির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন উথাপ্পা।
1st Innings, Rajasthan Royals: ১৫ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১৫৪/৪।
1st Innings, Rajasthan Royals: ১৪ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১৪৯/৩।
1st Innings, Rajasthan Royals: ১৩ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১৩৭/৩।
কোনও বল না খেলেই রান আউট হয়ে গেলেন ডেভিড মিলার। তৃতীয় উইকেট হারাল রাজস্থান।
1st Innings, Rajasthan Royals: ১২ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১৩৪/৩।
৩২ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হয়ে গেলেন স্যামসন।
1st Innings, Rajasthan Royals: ১১ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১২৯/১।
1st Innings, Rajasthan Royals: ১০ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১১৯/১।
১০ নম্বর ওভারে ফের বোলিং করতে এলেন চাওলা। এই ওভারে তিনি দিলেন ১৯ রান।
1st Innings, Rajasthan Royals: ৯ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১০০/১।
৮ নম্বর ওভারে বোলিং করতে এলেন পীযূষ চাওলা। তাঁর প্রথম বলেই ছক্কা মারলেন স্যামসন। দ্বিতীয় বলেও ছক্কা। বলটি গিয়ে পড়ল স্টেডিয়ামের ছাদে। এই ওভারেই অর্ধশতরান পূরণ করলেন তিনি। পঞ্চম বলেও ছক্কা মারলেন তিনি। এবারও বল চলে গেল স্টেডিয়ামের বাইরে। শেষ বলটি নো করলেন চাওলা। ফ্রি-হিটে ফের ছক্কা মারলেন স্মিথ।
1st Innings, Rajasthan Royals: ৮ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৯৬/১।
1st Innings, Rajasthan Royals: ৭ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৬৮/১।
সপ্তম ওভারে বোলিং করতে এলেন রবীন্দ্র জাডেজা। তাঁর দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ছক্কা মারলেন স্যামসন। এই ওভারে উঠল ১৪ রান।
1st Innings, Rajasthan Royals: ৬ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৫৪/১।
1st Innings, Rajasthan Royals: পঞ্চম ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৪০/১।
পঞ্চম ওভারে কারানের বলে পরপর বাউন্ডারি ও ছক্কা মারলেন স্যামসন। এই ওভারে উঠল ১৪ রান।
1st Innings, Rajasthan Royals: চতুর্থ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ২৬/১।
বোলিং পরিবর্তন। চতুর্থ ওভারে বোলিং করতে এলেন লুঙ্গি এনগিডি। তাঁর প্রথম বলেই ছক্কা মারলেন স্মিথ। এই ওভারে উঠল ৯ রান।
1st Innings, Rajasthan Royals: তৃতীয় ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১৭/১।
তৃতীয় ওভারের দ্বিতীয় বলে রাজস্থানের প্রথম উইকেটের পতন। যশস্বীকে ফিরিয়ে দিলেন দীপক। ৬ রান করে আউট হলেন যশস্বী।
1st Innings, Rajasthan Royals: দ্বিতীয় ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৭/০।
চেন্নাইয়ের হয়ে দ্বিতীয় ওভারে বোলিং করতে এলেন স্যাম কারান। প্রথম বলে কোনও রান করতে পারেননি স্মিথ। দ্বিতীয় বল ওয়াইড হয়। পরের বলে কোনও রান হয়নি। তৃতীয় বলে এক রান নেন স্মিথ। চতুর্থ বলে এক রান নেন যশস্বী। পঞ্চম বলে কোনও রান করতে পারেননি স্মিথ। ওভারের শেষ বলে এক রান হয়।
1st Innings, Rajasthan Royals: প্রথম ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৪/০।
দীপকের প্রথম দু’টি বলে কোনও রান করতে না পারলেও, তৃতীয় বলে এক রান নিলেন যশস্বী। চতুর্থ বলে ২ রান নিলেন স্মিথ। পঞ্চম বলে কোনও রান হল না। প্রথম ওভারের শেষ বলে হল এক রান।
রাজস্থানের হয়ে ওপেন করতে নেমেছেন যশস্বী জয়সোয়াল ও অধিনায়ক স্টিভ স্মিথ। চেন্নাইয়ের হয়ে বোলিং ওপেন করছেন দীপক চাহার।
রাজস্থান রয়্যালস দল- যশস্বী জয়সোয়াল, রবিন উথাপ্পা, সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড মিলার, রিয়ান পরাগ, শ্রেয়স গোপাল, টম কারান, রাহুল তেওয়াটিয়া, জোফরা আর্চার ও জয়দেব উনাদকাট।
চেন্নাই সুপার কিংস দল- মুরলী বিজয়, শেন ওয়াটসন, ফাফ দু প্লেসি, রুতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), কেদার যাদব, রবীন্দ্র জাডেজা, স্যাম কারান, দীপক চাহার, পীযূষ চাওলা ও লুঙ্গি এনগিডি।

প্রেক্ষাপট

শারজা: প্রথম ম্যাচের মতোই আজও টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ফলে শারজায় প্রথমে ব্যাটিং করছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচে রাজস্থানের হয়ে প্রথমবার খেলছেন রবিন উথাপ্পা, টম কারান, যশস্বী জয়সোয়াল। অন্যদিকে, চেন্নাই দলে একটি বদল হয়েছে। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখানো অম্বাতি রায়াডু আজ খেলছেন না। তাঁর বদলে দলে এসেছেন রুতুরাজ গায়কোয়াড়। ধোনি জানিয়েছেন, রায়াডু ১০০ শতাংশ ফিট নন। সেই কারণেই তাঁকে দলে রাখা হয়নি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.