RR vs DC, IPL 2023 Live: বোল্টের বোলিংয়ে পর্যুদস্ত দিল্লি, ৫৭ রানের বড় ব্যবধানে জয় পেল রাজস্থান

IPL 2023, Match 11, RR vs DC: রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস উভয়েই মুখোমুখি সাক্ষাৎকারে ১৩টি করে ম্যাচ জিতেছে।

ABP Ananda Last Updated: 08 Apr 2023 07:27 PM
RR vs DC Live: দাপুটে জয়

কাজে দিল না ওয়ার্নারের অর্ধশতরান। নির্ধারিত ২০ ওভারে ১৪২/৯ থেমে গেল দিল্লি। ৫৭ রানের বিরাট ব্যবধানে জয় পেল রাজস্থান রয়্যালস। 

RR vs DC Live Score: জীবনদান পেলেন ওয়ার্নার

মুরুগান অশ্বিনের বলে বড় শট হাঁকাতে ওয়ার্নার জয়সবালের হাতে ক্যাচ দিয়ে বসেন। তবে জয়সবাল ৩০ গজ সার্কেলের বাইরে থাকায় নো বল ঘোষণা করা হয় এবং জীবনদান পান ওয়ার্নার। দিল্লি অধিনায়ক এর লাভ তুলতে পারেন কি না, এখন সেটাই দেখার। ১৭ ওভার শেষে দিল্লির স্কোর ১২৯/৬। দিল্লিকে জিততে তিন ওভারে ৭১ রান করতে হবে। 

RR vs DC Live: চাপে দিল্লি

পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপ বাড়ল দিল্লি ক্যাপিটালসের। অক্ষরকে ২ রানে ফেরান যুজবেন্দ্র চাহাল, রভম্যান পাওয়েলকেও ২ রানেই সাজঘরে ফেরান অশ্বিন। ১১৮ রানে ছয় উইকেট হারিয়ে ফেলল দিল্লি ক্যাপিটালস। জয়ের জন্য ২৭ বলে দিল্লিকে আরও ৮২ রান করতে হবে। তবে ৫৪ রানে এখনও ক্রিজে ব্যাট করছেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

RR vs DC Live Score: অর্ধশতরানের পার্টনারশিপ

পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে ৫৭ রানের পার্টনারশিপের দিল্লিকে লড়াইয়ে ফেরালেন ললিত যাদব ও ডেভিড ওয়ার্নার। ১২ ওভার শেষে দিল্লির স্কোর ৯৩/৩। ওয়ার্নার ৪০ ও ললিত ৩৩ রানে ব্যাট করছেন। 

RR vs DC Live: পাওয়ার প্লে শেষ

প্রথম ওভারে দুই উইকেট হারানর পর রাইলি রুসো ও ডেভিড ওয়ার্নার দিল্লির ইনিংসের হাল ধরে ভালভাবেই ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই অশ্বিনের শিকার হলেন রুসো। ১৪ রানে ফিরলেন তিনি। পাওয়ার প্লে শেষে দিল্লির স্কোর ৩৮/৩। ওয়ার্নার ক্রিজে ১৯ রানে অপরাজিত রয়েছেন।

RR vs DC Live: অনবদ্য বোল্ট

রাজস্থান ওপেনার জয়সবাল নিজেদের ব্যাটিং ইনিংসের প্রথম ওভারে পাঁচটি চার মেরেছিলেন। দিল্লির ব্য়াটিং ইনিংসে সম্পূর্ণ ভিন্ন ছবি। ট্রেন্ট বোল্ট বল হাতে আগুন ঝরালেন। বোল্টের সুইংয়ে পরাস্ত হয়ে খাতার খোলার আগেই সাজঘরে ফিরলেন পৃথ্বী ও মণীশ পাণ্ডে। 

RR vs DC Live Score: ইমপ্যাক্ট খেলোয়াড় পৃথ্বী

ম্য়াচ শুরুর সময় একাদশে না থাকলেও, পৃথ্বী শ যে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে মাঠে নামতে পারেন, সেই পূর্বাভাস ছিলই। হলও তাই। ওয়ার্নারের সঙ্গে ইনিংস ওপেন করতে নামলেন পৃথ্বী। বাইরে গেলেন খলিল আমেদ। ২০০ রানের লক্ষ্য তাড়া করত পারবে দিল্লি?

RR vs DC Live: দু'শো হল না

দুর্দান্ত শুরু করলেও, দুশো রানের গণ্ডি পার করতে পারল না রাজস্থান রয়্যালস। নির্ধারিত ২০ ওভারে ১৯৯/৪ রানেই থামতে হল রাজস্থানকে। শিমরন হেটমায়ার ৩৯ রানে অপরাজিত থাকলেন। বাটলার সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন। বাংলার মুকেশ কুমার নিলেন ২ উইকেট।

RR vs DC Live Score: শতরানের দিকে অগ্রসর বাটলার

আইপিএলে ইতিমধ্যেই পাঁচটি শতরান হাঁকিয়েছেন। গত বছর ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন বাটলার। আবারও একবার একই প্রতিপক্ষের বিরুদ্ধে শতরানের দিকে অগ্রসর ইংরেজ তারকা। তিনি ৭৯ রানে ব্যাট করছেন। ১৮ ওভার শেষে রাজস্থানের স্কোর ১৬৮/৩। হেটমায়ার ১৬ রানে খেলছেন। 

RR vs DC Live: দিল্লির প্রত্য়াবর্তন

১৫ ওভার শেষে রাজস্থানের স্কোর ১৩০/৩। রয়্যালসের আগ্রাসী ওপেনিং পার্টনারশিপের পর দিল্লি বোলাররা রানের গতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। গত ওভারেই রিয়ান পরাগ ৭ রানে সাজঘরে ফেরেন। অবশ্য সেট বাটলার ক্রিজে ৫৮ রানে ব্যাট করছেন। 

RR vs DC Live Score: প্রথম সাফল্য

শতরানের দোরগোড়ায় প্রথম ধাক্কা খেল রাজস্থান। ৯৮ রানের মাথায় ৩১ বলে ৬০ করা জয়সবালকে ফিরিয়ে দিল্লিকে প্রথম সাফল্য এনে দিলেন বাংলার বোলার মুকেশ কুমার। ৯ ওভার শেষে স্কোর ৯৮/১। 

RR vs DC Live: রাজস্থানের পাওয়ার প্লে

পাওয়ার প্লের ছয় ওভারেই বিনা উইকেটে ৬৮ রানে তুলে ফেলল রাজস্থান রয়্যালস। যশস্বী ৪১ ও বাটলার ২৪ রানে ব্যাট করছেন। 

RR vs DC Live Score: অর্ধশতরানের গণ্ডি পার

চার ওভারেই অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলল রাজস্থান। ৪ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৫০/০। জয়সবাল ২৭ ও বাটলার ২০ রানে ব্যাট করছেন।

RR vs DC Live: প্রথম ওভারে পাঁচ বাউন্ডারি

রাজস্থানের হয়ে শুরুটা দুর্দান্তভাবে করলেন যশস্বী জয়সবাল। প্রথম ওভারে খলিল আমেদের বিরুদ্ধে পাঁচ পাঁচটি চার মারলেন তিনি। ২০ রান উঠল ওভার থেকে। এবারের আইপিএলে ইনিংসের প্রথম ওভারে এত রান আর কোনও বোলার খরচ করেননি।

RR vs DC Live Score: টস জিতল দিল্লি

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

প্রেক্ষাপট

গুয়াহাটি: আইপিএলের (IPL) শুরুটা একেবারেই কাঙ্খিত ছন্দে হয়নি। জয়ের রাস্তা খুঁজে পেতে মরিয়া হয়েই তাদের তৃতীয় ম্যাচে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। লখনউ সুপার জায়ান্টসের কাছে বড় ব্যবধানে হারের পর দিল্লি তাদের ঘরের মাঠে হেরেছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের কাছেও। ঋষভ পন্থ মাঠে হাজির থাকলেও ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে যে ম্যাচেও জয়ের রাস্তা না পেয়ে হাঁসফাঁস করতে থাকা দিল্লি মরিয়াভাবে খুঁজছে জয়ের রাস্তা।


তিন নম্বর ম্যাচে তাদের সেই লক্ষ্যের মাঝে দাঁড়িয়ে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে অবশ্য প্রথম হোম ম্যাচ হোঁচট খেতে হয়েছে গতবারের আইপিএল ফাইনালিস্টদের। গত ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে ৫ উইকেটে হেরে গিয়েছে রাজস্থান রয়্যালস। যদিও অভিযান শুরুর ম্যাচে বড় ব্যবধানে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দুরন্তভাবে অভিযান শুরু করেছিল তারা। তাই হারের পর দ্রুত জয়ের রাস্তায় ফিরতেই মুখিয়ে থাকবেন সঞ্জু স্যামসনরাও।


এই ম্যাচে রাজস্থান অবশ্য পাচ্ছে না জস বাটলারকে। গত ম্যাচে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন এই ব্রিটিশ বিস্ফোরক ব্যাটার। জানা গেছে, সেলাই পড়েছে তাঁর হাতে। যার জেরে দিল্লির বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। অপরদিকে, এই ম্যাচে দিল্লি পাচ্ছে না অল রাউন্ডার মিচেল মার্শকে। মিচেল মার্শকে শুধু রাজস্থান ম্যাচই নয়, আসন্ন সপ্তাহখানেক দিল্লির কোনও ম্যাচেই খেলবেন না। বিয়ের জন্য অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন এই ক্রিকেটার। 


গুয়াহাটির মাঠে দেখা গিয়েছে ফ্রন্ট ফুটে ও বলের লাইনে গিয়ে খেললে রান তুলতে সক্ষম হচ্ছেন ব্যাটাররা। এমনিতেই ব্যাটিং বিভাগ নিয়ে ভুগছে দিল্লি। চোটের জেরে ঋষভ পন্থ নেই। ডেভিড ওয়ার্নার এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ঘরোয়া ক্রিকেটে ভাল খেললেও আইপিএলের মঞ্চে এবারে এখনও সেভাবে রান পাননি পৃথ্বী শা, সরফরাজ খানরা। অল রাউন্ডার অক্ষর প্যাটের অবশ্য ভরসা দিচ্ছেন তাদের। রাজস্থানের দুরন্ত বোলিং বিভাগের বিরুদ্ধে দিল্লির ব্যাটিং বিভাগ কেমন পারফর্ম করে, তার ওপরই অনেকাংশে নির্ভর করবে ম্যাচের ভাগ্য। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.