KKR vs RR, IPL 2023 Live: ঘরের মাঠে দুরমুশ কেকেআর, ৪১ বল বাকি থাকতে ৯ উইকেটে জয়ী রাজস্থান

IPL 2023, Match 56, KKR vs RR: প্লে অফের দৌড়ে থাকতে হলে বাকি তিন ম্যাচের মধ্যে তিনটিই জিততে হতো নাইটদের। সেই স্বপ্ন ধাক্কা খেল।

ABP Ananda Last Updated: 11 May 2023 10:41 PM
KKR vs RR Live: ৪১ বল বাকি থাকতে ৯ উইকেটে জয়ী রাজস্থান

৪১ বল বাকি থাকতে ৯ উইকেটে জয়ী রাজস্থান। মাত্র ১৩.১ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ রাজস্থানের। ৪৭ বলে অপরাজিত ৯৮ রান যশস্বী জয়সবালের। ২৯ বলে ৪৮ রানে অপরাজিত সঞ্জু স্যামসন।

IPL Live: স্যামসনের ক্যাচ ফেললেন সুনীল নারাইন

নিজের বলে সঞ্জু স্যামসনের ক্যাচ ফেললেন সুনীল নারাইন। ১৬ রানে ব্যাট করছিলেন সঞ্জু। ১০ ওভারের শেষে রাজস্থান ১০৭/১। 

KKR vs RR Live Score: রেকর্ড গড়ে অর্ধশতরান জয়সওয়ালের

১৩ বলে অর্ধশতরান হাঁকালেন যশস্বী জয়সওয়াল। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম অর্ধশতরান হাঁকালেন বাঁহাতি ওপেনার। টপকে গেলেন কে এল রাহুলের রেকর্ড।

IPL Live: প্রথম ওভারে ২৬ দিলেন নীতীশ

প্রথম ওভারে চমক দিতে চেয়েছিলেন নীতীশ রানা। নিজে বল করতে এসে দিলেন ২৬ রান। ৩টি চার ও জোড়া ছক্কা মারলেন যশস্বী জয়সবাল। রাজস্থানের স্কোর ২৬/০।

KKR vs RR Live: ১৪৯/৮ স্কোরে আটকে গেল কেকেআর

৪ উইকেট চাহালের। ১৪৯/৮ স্কোরে আটকে গেল কেকেআর।

KKR vs RR Live Update: ৫৭ রান করে ফিরলেন বেঙ্কটেশ

৪২ বলে ৫৭ রান করে ফিরলেন বেঙ্কটেশ আইয়ার। মাত্র ১ রান করে ফিরলেন শার্দুল ঠাকুর। ১৮ ওভারের শেষে কেকেআর ১৩৯/৬।

KKR vs RR Live: ১৪ ওভারের শেষে কেকেআরের স্কোর ১১০/৪

১০ বলে ১০ রান করে ফিরলেন আন্দ্রে রাসেল। ১৪ ওভারের শেষে কেকেআরের স্কোর ১১০/৪।

IPL Live: আইপিএলে রেকর্ড ১৮৪ উইকেট হয়ে গেল চাহালের

১৭ বলে ২২ রান করে যুজবেন্দ্র চাহালের শিকার নীতীশ। আইপিএলে রেকর্ড ১৮৪ উইকেট হয়ে গেল চাহালের। ১১ ওভারের শেষে কেকেআর ৭৯/৩।

IPL Live: দুই ওপেনারকেই হারাল কেকেআর

১০ রান করে ট্রেন্ট বোল্টের বলে ফিরলেন জেসন রয়। সন্দীপ শর্মার এক ওভারে জোড়া ছক্কা মারলেন গুরবাজ। ১২ বলে ১৮ রান করে ফিরলেন আফগান ক্রিকেটার। ৫ ওভারের শেষে কেকেআরের স্কোর ৩৫/২।

KKR vs RR Live Score: ২ ওভারের শেষে কেকেআরের স্কোর বিনা উইকেটে ১০

২ ওভারের শেষে কেকেআরের স্কোর বিনা উইকেটে ১০ রান। ক্রিজে জেসন রয় (৬) ও রহমনুল্লাহ গুরবাজ (৪)।

KKR vs RR Live: টস জিতে কেকেআরকে আগে ব্যাট করতে পাঠাল রাজস্থান

টস জিতে কেকেআরকে আগে ব্যাট করতে পাঠাল রাজস্থান। শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সঞ্জু স্যামসনের।

IPL Live: মাইলফলকের সামনে চাহাল

আর এক উইকেট পেলেই এককভাবে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যাবেন যুজবেন্দ্র চাহাল। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এক উইকেট নিলেই যে মাইলফলক স্পর্শ করবেন রাজস্থান রয়্যালসের স্পিনার।

প্রেক্ষাপট

কলকাতা: বদলে গিয়েছে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) উইকেট। যে মাঠে এক সময় স্পিনারদের বল ছোবল মারত, সেখানে এখন পেসারদের রমরমা। বল পড়ে সাঁ সাঁ যায়। গতির সঙ্গে সঙ্গে রয়েছে বাউন্সের দোসরও।


একমাত্র ব্যতিক্রম চার নম্বর পিচ। যে বাইশ গজে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR vs PBKS)। যে উইকেটে অনেকটা পুরনো ইডেনের ছোঁয়া। যেখানে বল পড়ে কিছুটা থমকে আসছে। বল ঘুরছে। যে বাইশ গজে ছড়ি ঘোরাচ্ছেন স্পিনাররা। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বরুণ চক্রবর্তী বল হাতে নাকানিচোবানি খাইয়েছিলেন। নাইট শিবির থেকেও বলা হয়েছিল যে, পাঞ্জাবের ইনিংস ১৭৯ রানে আটকে দিতে পারাটাই জয়ের রাস্তা গড়ে দিয়েছিল।


পাঞ্জাব ম্যাচের ঠিক তিনদিনের মাথায় রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) সঙ্গে খেলছে কেকেআর। ঘরের মাঠ ইডেনেই। প্লে অফের দৌড়ে থাকতে হলে বাকি তিন ম্যাচের মধ্যে তিনটিই জিততে হবে নাইটদের। আর এই পরিস্থিতিতে পয়মন্ত সেই চার নম্বর উইকেটেই খেলতে চাইছে কেকেআর।


ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানালেন, চার নম্বর পিচেই কেকেআর বনাম রাজস্থান ম্যাচ হবে। বললেন, '৬ নম্বর পিচটি তৈরি করার চেষ্টা করেছিলাম। কিন্তু জল দিতে পারিনি। বৃষ্টির পূর্বাভাস থাকায় উইকেটে আলাদা করে জল দিলে তা ভিজেও থাকতে পারত। তাই ঝুঁকি নিইনি। চার নম্বর পিচেই খেলা হবে।'


কীরকম আচরণ করতে পারে পিচ? বল ঘুরবে? সুজন বলছেন, 'উইকেট শুকনো রয়েছে। বৃষ্টির পূর্বাভাসের জন্য পর্যাপ্ত জল দেওয়া যায়নি। তবে ভাল পিচ। ব্যাটার-বোলার সকলের জন্যই সাহায্য থাকবে।' আগের ম্যাচে এই উইকেটে ভেল্কি দেখিয়েছিলেন স্পিনাররা। নাইটদের স্পিনাররাই এখন দলের সেরা অস্ত্র। সুনীল নারাইন পুরনো ছন্দে নেই। তবে তাঁকে হিসেবের বাইরে রাখতে চাইবে না রাজস্থানও। বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মা দুরন্ত ফর্মে। জস বাটলার-যশস্বী জয়সওয়ালদের থামাতে স্পিন ত্রয়ীই কেকেআরের ভরসা।


তবে কেউ কেউ আবার আশঙ্কা প্রকাশ করছেন, পিচ ব্যুমেরাং হবে না তো! কারণ, কেকেআরের স্পিন ত্রয়ী থাকলে, রাজস্থানের স্পিন ভাঁড়ারও সমৃদ্ধ। রয়েছেন আর অশ্বিনের মতো কিংবদন্তি, যুজবেন্দ্র চাহাল। সঙ্গে এম অশ্বিন। অ্যাডাম জাম্পা। নাইট ব্যাটারদেরও তাই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বলেই মনে করছেন সকলে।


শেষ হাসি কার জন্য তোলা রইল?     



আরও পড়ুন: ABP Exclusive: রিঙ্কু ভাই যে কোনও জায়গা থেকে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, বলছেন কেকেআরের নতুন অস্ত্র



 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.