KKR vs RR, IPL 2023 Live: ঘরের মাঠে দুরমুশ কেকেআর, ৪১ বল বাকি থাকতে ৯ উইকেটে জয়ী রাজস্থান

IPL 2023, Match 56, KKR vs RR: প্লে অফের দৌড়ে থাকতে হলে বাকি তিন ম্যাচের মধ্যে তিনটিই জিততে হতো নাইটদের। সেই স্বপ্ন ধাক্কা খেল।

ABP Ananda Last Updated: 11 May 2023 10:41 PM

প্রেক্ষাপট

কলকাতা: বদলে গিয়েছে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) উইকেট। যে মাঠে এক সময় স্পিনারদের বল ছোবল মারত, সেখানে এখন পেসারদের রমরমা। বল পড়ে সাঁ সাঁ যায়। গতির সঙ্গে সঙ্গে রয়েছে বাউন্সের...More

KKR vs RR Live: ৪১ বল বাকি থাকতে ৯ উইকেটে জয়ী রাজস্থান

৪১ বল বাকি থাকতে ৯ উইকেটে জয়ী রাজস্থান। মাত্র ১৩.১ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ রাজস্থানের। ৪৭ বলে অপরাজিত ৯৮ রান যশস্বী জয়সবালের। ২৯ বলে ৪৮ রানে অপরাজিত সঞ্জু স্যামসন।