IPL Final Score, RR vs KXIP: তেওয়াটিয়ার অর্ধশতরান, দুর্দান্ত জয় রাজস্থানের

আজকের ম্যাচ হচ্ছে শারজায়।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 Sep 2020 11:27 PM
টি-২০ ম্যাচে দু’দল মিলিয়ে প্রায় সাড়ে চারশো রান! সচরাচর এরকম স্কোর দেখা যায় না। আজ রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পঞ্জাবের ম্যাচে সেটাই দেখা গেল। প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ২২৩ রান করে পঞ্জাব। ময়ঙ্ক অগ্রবাল ১০৬ ও কে এল রাহুল ৬৯ রান করেন। তিন বল বাকি থাকতেই সেই রান টপকে গেল রাজস্থান। অধিনায়ক স্টিভ স্মিথ ৫০, তিন নম্বরে নামা সঞ্জু স্যামসন ৮৫ ও চার নম্বরে নামা রাহুল তেওয়াটিয়া ৫৩ রান করেন। জোফ্রা আর্চার ৩ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন।
টার্গেট ছিল ২০ ওভারে ২২৪ রান। সেই বিশাল টার্গেট তাড়া করেই ৪ উইকেটে জয় তুলে নিল রাজস্থান রয়্যালস। জয়ের নায়ক সঞ্জু স্যামসন। ৪২ বলে ৮৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। পাশাপাশি ভাল খেলেন অধিনায়ক স্টিভ স্মিথ (৫০), রাহুল তেওয়াটিয়া (৫৩)।
রবিন উথাপ্পাকে ফেরালেন শামি। ৯ রান করলেন উথাপ্পা। ২০৩ রানে ৪ উইকেট হারাল রাজস্থান।
১৮-তম ওভারে শেল্ডন কট্রেলের বলে পরপর চারটি ছক্কা মারলেন রাহুল তেওয়াটিয়া। পঞ্চম বলে কোনও রান না হলেও, শেষ বলে ফের ছক্কা মারলেন তিনি।
2nd Innings, Rajasthan Royals: ১৭ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১৭৩/৩। তেওয়াটিয়া ১৭, উথাপ্পা ৯।
৪২ বলে ৮৫ রানের অসামান্য ইনিংস খেলে শামির বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন স্যামসন। ১৬১ রানে ৩ উইকেট হারাল রাজস্থান।
2nd Innings, Rajasthan Royals: ১৬ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১৬১/২। স্যামসন ৮৫, তেওয়াটিয়া ১৪।
2nd Innings, Rajasthan Royals: ১৫ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১৪০/২। স্যামসন ৬৪, তেওয়াটিয়া ১৪।
2nd Innings, Rajasthan Royals: ১৪ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১৩২/২। স্যামসন ৬৩, তেওয়াটিয়া ৭।
2nd Innings, Rajasthan Royals: ১৩ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১২২/২। স্যামসন ৫৫, তেওয়াটিয়া ৫।
2nd Innings, Rajasthan Royals: ১২ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১১৮/২। স্যামসন ৫২, তেওয়াটিয়া ৫।
2nd Innings, Rajasthan Royals: ১১ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১১২/২। স্যামসন ৪৯, তেওয়াটিয়া ৩।
2nd Innings, Rajasthan Royals: ১০ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১০৪/২। স্যামসন ৪৩, তেওয়াটিয়া ১।
2nd Innings, Rajasthan Royals: ৯ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১০০/২। স্যামসন ৪১, তেওয়াটিয়া ০।
২৭ বলে ৫০ রান করে আউট হয়ে গেলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও দু’টি ছক্কা।
2nd Innings, Rajasthan Royals: ৮ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৯২/১। স্মিথ ৪৮, স্যামসন ৩৫।
2nd Innings, Rajasthan Royals: ৭ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৮০/১। স্মিথ ৪৬, স্যামসন ২৫।
2nd Innings, Rajasthan Royals: ৬ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৬৯/১। স্মিথ ৩৭, স্যামসন ২৩।
2nd Innings, Rajasthan Royals: ৫ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৫৫/১। স্মিথ ২৩, স্যামসন ২৩।
2nd Innings, Rajasthan Royals: ৪ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৪৪/১। স্মিথ ২৩, স্যামসন ১৩।
2nd Innings, Rajasthan Royals: ৩ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৩০/১। স্মিথ ১২, স্যামসন ১০।
তৃতীয় ওভারে প্রথম উইকেট হারাল রাজস্থান। ৪ রান করেই আউট হয়ে গেলেন বাটলার। তাঁকে ফেরালেন কট্রেল।
2nd Innings, Rajasthan Royals: ২ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১৯/০। স্মিথ ১২, বাটলার ৪।
পঞ্জাবের হয়ে দ্বিতীয় ওভারে বোলিং করতে এলেন মহম্মদ শামি। তাঁর ওভারে উঠল ৮ রান।
2nd Innings, Rajasthan Royals: প্রথম ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১১/০। স্মিথ ৮, বাটলার ১।
রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতে নেমেছেন জোশ বাটলার ও স্টিভ স্মিথ। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন শেল্ডন কট্রেল।
রাজস্থানের হয়ে ৪ ওভারে কোনও উইকেট না নিয়ে ৪৬ রান দিয়েছেন জোফ্রা আর্চার। শ্রেয়স গোপাল ৪ ওভারে দিয়েছেন ৪৪ রান। টম কারানও ৪ ওভারে ৪৪ রান দিয়েছেন। তবে তিনি একটি উইকেট নিয়েছেন।
চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত সর্বোচ্চ স্কোর করল কিংস ইলেভেন পঞ্জাব। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে ময়ঙ্ক অগ্রবালের ১০৬, কে এল রাহুলের ৬৯, নিকোলাস পুরানের ৮ বলে অপরাজিত ২৫ এবং গ্লেন ম্যাক্সওয়েলের অপরাজিত ১৩ রানের সুবাদে বিশাল স্কোর করতে পারল পঞ্জাব।
1st Innings, Kings Xi Punjab: ২০ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ২২৩/২। ম্যাক্সওয়েল ১৩, পুরান ২৫।
1st Innings, Kings Xi Punjab: ১৯ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ২০৪/২। ম্যাক্সওয়েল ১২, পুরান ৯।
1st Innings, Kings Xi Punjab: ১৮ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১৯৪/২। ম্যাক্সওয়েল ১০, পুরান ০।
৬৯ রান করে আউট রাহুল। ১৯৪ রানে দ্বিতীয় উইকেট হারাল পঞ্জাব।
1st Innings, Kings Xi Punjab: ১৭ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১৮৫/১। রাহুল ৬৯, ম্যাক্সওয়েল ১।
৫০ বলে ১০৬ রান করে আউট হলেন ময়ঙ্ক। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও সাতটি ছক্কা। টম কারানের বলে তাঁর ক্যাচ নেন স্যামসন।
1st Innings, Kings Xi Punjab: ১৬ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১৭৮/০। রাহুল ৬৭, ময়ঙ্ক ১০২।
দুরন্ত ফর্মে পঞ্জাবের ওপেনার ময়ঙ্ক অগ্রবাল। রাজস্থানের বিরুদ্ধে ৪৬ বলে শতরান করলেন তিনি।
1st Innings, Kings Xi Punjab: ১৫ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১৭২/০। রাহুল ৬৪, ময়ঙ্ক ১০০।
1st Innings, Kings Xi Punjab: ১৪ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১৬১/০। রাহুল ৫৮, ময়ঙ্ক ৯৫।
1st Innings, Kings Xi Punjab: ১৩ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১৪৮/০। রাহুল ৫২, ময়ঙ্ক ৮৮।
1st Innings, Kings Xi Punjab: ১২ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১৩৮/০। রাহুল ৫০, ময়ঙ্ক ৮১।
1st Innings, Kings Xi Punjab: ১১ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১২০/০। রাহুল ৩৮, ময়ঙ্ক ৭৬।
1st Innings, Kings Xi Punjab: ১০ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১১০/০। রাহুল ৩৬, ময়ঙ্ক ৬৯।
1st Innings, Kings Xi Punjab: ৯ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১০২/০। রাহুল ৩৪, ময়ঙ্ক ৬৩।
1st Innings, Kings Xi Punjab: ৮ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৮৬/০। রাহুল ৩৩, ময়ঙ্ক ৪৮।
1st Innings, Kings Xi Punjab: ৭ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৬৭/০। রাহুল ৩১, ময়ঙ্ক ৩১।
1st Innings, Kings Xi Punjab: ৬ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৬০/০। রাহুল ২৬, ময়ঙ্ক ২৯।
1st Innings, Kings Xi Punjab: ৫ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৫৮/০। রাহুল ২৫, ময়ঙ্ক ২৮।
1st Innings, Kings Xi Punjab: ৪ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৪১/০। রাহুল ১৯, ময়ঙ্ক ১৯।
রাজস্থানের হয়ে চতুর্থ ওভারে বোলিং করতে এলেন আর্চার। তাঁর প্রথম তিনটি বলেই বাউন্ডারি মারলেন রাহুল। এই ওভারে উঠল ১৩ রান।
1st Innings, Kings Xi Punjab: ৩ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ২৮/০। রাহুল ৬, ময়ঙ্ক ১৯।
1st Innings, Kings Xi Punjab: প্রথম ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৩/০। রাহুল ২, ময়ঙ্ক ১।
কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ওপেন করতে নেমেছেন কে এল রাহুল ও ময়ঙ্ক অগ্রবাল। রাজস্থান রয়্যালসের হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন জয়দেব উনাদকাট।

প্রেক্ষাপট

শারজা: এবারের আইপিএল-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালস। অধিনায়ক স্টিভ স্মিথ জানিয়েছেন, এই ম্যাচে তাঁর দলে দু’টি পরিবর্তন হয়েছে। বাদ পড়েছেন যশস্বী জয়সোয়াল ও ডেভিড মিলার। তাঁদের জায়গায় খেলার সুযোগ পেলেন জোশ বাটলার ও অঙ্কিত রাজপুত।

রাজস্থান রয়্যালস দল- জোশ বাটলার, স্টিভ স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, রবিন উথাপ্পা, রাহুল তেওয়াটিয়া, রিয়ান পরাগ, টম কারান, জোফ্রা আর্চার, শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকাট ও অঙ্কিত রাজপুত।

কিংস ইলেভেন পঞ্জাব দল- ময়ঙ্ক অগ্রবাল, কে এল রাহুল (অধিনায়ক), নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, করুণ নায়ার, সরফরাজ খান, জেমস নিশম, মুরুগান অশ্বিন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি ও শেল্ডন কট্রেল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.