IPL Final Score, RR vs KXIP: তেওয়াটিয়ার অর্ধশতরান, দুর্দান্ত জয় রাজস্থানের

আজকের ম্যাচ হচ্ছে শারজায়।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 Sep 2020 11:27 PM

প্রেক্ষাপট

শারজা: এবারের আইপিএল-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালস। অধিনায়ক স্টিভ স্মিথ জানিয়েছেন, এই ম্যাচে তাঁর দলে দু’টি পরিবর্তন হয়েছে।...More

টি-২০ ম্যাচে দু’দল মিলিয়ে প্রায় সাড়ে চারশো রান! সচরাচর এরকম স্কোর দেখা যায় না। আজ রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পঞ্জাবের ম্যাচে সেটাই দেখা গেল। প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ২২৩ রান করে পঞ্জাব। ময়ঙ্ক অগ্রবাল ১০৬ ও কে এল রাহুল ৬৯ রান করেন। তিন বল বাকি থাকতেই সেই রান টপকে গেল রাজস্থান। অধিনায়ক স্টিভ স্মিথ ৫০, তিন নম্বরে নামা সঞ্জু স্যামসন ৮৫ ও চার নম্বরে নামা রাহুল তেওয়াটিয়া ৫৩ রান করেন। জোফ্রা আর্চার ৩ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন।