জয়পুর: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে (Rajasthan Royals) সোয়াই মানসিংহ স্টেডিয়ামের মন্থর গতির পিচে ফাফ ডুপ্লেসি (Faf du Plessis) এবং গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) অর্ধশতরানের ইনিংস সত্ত্বেও ১৭১/৫ রানেই থামতে হল আরসিবিকে (RCB)। অবশ্য ইনিংসের একেবারে শেষ তিন বলে তিনটি বাউন্ডারি মেরে দলকে লড়াইয়ের রসদ এনে দিলেন অনুজ রাওয়াত।  


এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেনআর আরসিবি অধিনায়ক ফাফ। ইনিংসের শুরতে আরসিবির দুই তারকা ওপেনার ফাফ ও বিরাট কোহলি একেবারেই রানের গতি বাড়াতে পারেননি। পাওয়ার প্লের ছয় ওভারে ৪২ রান উঠে। তবে ওপেনিংয়ে অর্ধশতরানের পার্টনারশিপের পরেই বিরাট সাজঘরে ফেরেন। ১৯ বলে ১৮ রান করা বিরাট কোহলিকে রাজস্থানের এই পিচে কোনওসময়েই ছন্দে দেখায়নি। বিরাট আউট হওয়ার পর ফাফকে সঙ্গ দিতে মাঠে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। 


দ্বিতীয় উইকেটে ডুপ্পেসি ও ম্যাক্সওয়েল ৪৭ বলে ৬৯ রানের পার্টনারশিপ গড়েন। ম্যাক্সওয়েল একদিকে আগ্রাসী মেজাজেই ব্যাট করলেও, কঠিন পিচে ফাফ বড় শট খেলতে খানিকটা চাপেই পড়েন। শেষমেশ বিরাটের মতো আরেক ওপেনার ফাফকেও আসিফই সাজঘরে ফেরত পাঠান। ৪৪ বলে ৫৫ রানে ফেরেন আরসিবি অধিনায়ক। তিনি আউট হওয়ার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আরসিবির মিডল অর্ডার। ফাফ আউট হওয়ার পরের ওভারেই অ্যাডাম জাম্পা জোড়া উইকেট নেন।


মহিপাল লোমরোরকে ১ রানে আউট হন জাম্পা। দীনেশ কার্তিকের লেগ স্পিনের বিরুদ্ধে দুর্বলতা নতুন নয়। আজও সেই দুর্বলতা প্রকাশ পেল। শূন্য রানে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন তিনি। সেট গ্লেন ম্যাক্সওয়েলও অর্ধশতরানের পরেই সাজঘরে ফেরেন। ৫৪ রানে তাঁকে আউট করেন সন্দীপ শর্মা। ১৮ রানের ব্যবধানেই চার উইকেট হারায় রাজস্থান রয়্যালস। পরপর উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় আরসিবি। তবে শেষের দিকে ত্রাতা হয়ে উঠেন অনুজ রাওয়াত। অন্যান্য ব্যাটাররা যেই পিচে বড় শট খেলতে চরম বিপাকে পড়ছিল, সেখানে অবিলম্বে রাওয়াত একের পর এক বড় শট মারেন।


তাঁর দৌলতেই এক লড়াকু স্কোর বোর্ডে তুলল আরসিবি। মাইকেল ব্রেসওয়েল ৯ বলে ৯ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত চার ওভারে ২৫ রানের বিনিময়ে দুই উইকেট নেওয়া জাম্পাই আজকে রাজস্থানের সেরা বোলার। রাজস্থান আজকের ম্যাচ জিতে প্লে-অফের দিকে আরও একধাপ এগোয়, না আরসিবি প্লে-অফের আশা টিকিয়ে রাখে, এখন সেটাই দেখার।


আরও পড়ুন: চুল পড়ার সমস্যা কমায়, সাহায্য করে বৃদ্ধিতে, কোন কোন বীজ থেকে চুলের যত্ন হবে সবচেয়ে ভাল?