কুয়ান্তান (মালয়েশিয়া): গোলের বন্যা বইয়ে চতুর্থ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করল ভারতীয় হকি দল। জাপানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ১০-২ গোলে জিতল রোল্যান্ট ওল্টম্যান্সের দল। ডাবল হ্যাটট্রিক করলেন রুপিন্দর পাল সিংহ। জোড়া গোল করেন রমনদীপ সিংহ। একটি করে গোল তলবিন্দর সিংহ ও ইউসুফ আফফানের।
২০১৩ সালে শেষবার অনুষ্ঠিত হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স হয়েছিল জাপান। সেই দলকেই এদিন একরাশ লজ্জা উপহার দিল ভারত। প্রথম চারটি পেনাল্টি কর্নার থেকেই গোল করেন রুপিন্দর। এই ম্যাচে মোট ১০টি পেনাল্টি কর্নার পায় ভারত। তার মধ্যে ৬টি থেকেই গোল করেন রুপিন্দর। তিনি প্রথম গোল করেন দ্বিতীয় মিনিটে। ৬ নম্বর গোল ৪৭ মিনিটে। খেলার ধারার বিরুদ্ধে দুটি গোল শোধ করে ব্যবধান কমায় জাপান।
অন্য ম্যাচে দু বারের চ্যাম্পিয়ন পাকিস্তানের বিরুদ্ধে ১-২ গোলে পিছিয়ে থাকা অবস্থা থেকে ৪-২ গোলে জিতে চমক দিয়েছে আয়োজক দেশ মালয়েশিয়া। জোড়া গোল করেছেন ফয়জল সারি।
রুপিন্দরের ৬ গোল, জাপানকে ১০-২ হারাল ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
20 Oct 2016 11:40 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -