মস্কো: পরীক্ষাগারের তথ্য বিকৃত করা, ভুয়ো প্রমাণ পেশ করা এবং ডোপ পরীক্ষায় অ্যাথলিটদের ধরা পড়া সংক্রান্ত তথ্য মুছে ফেলার দায়ে চার বছরের জন্য অলিম্পিক, বিশ্বকাপ ফুটবল সহ সব ধরনের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নির্বাসিত করা হল রাশিয়াকে। আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ব ডোপ-বিরোধী সংস্থা (ওয়াডা)। ফলে টোকিও অলিম্পিক, কাতার বিশ্বকাপে যোগ দিতে পারবে না রাশিয়া। তবে তারা ২০২০ ইউরো কাপে যোগ দিতে পারবে।

ওয়াডার এগজিকিউটিভ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৫ সালে রাশিয়ার অ্যাথলিটদের ডোপিংয়ের প্রমাণ পাওয়া যায়। এরপর ডোপিংয়ের সঙ্গে যুক্ত অ্যাথলিদের চিহ্নিত করা ঠেকাতে ফাইল মুছে দেয় রাশিয়া। ভুয়ো তথ্য-প্রমাণও পেশ করা হয়। সেই কারণেই রাশিয়াকে ২০২০ সালের টোকিও অলিম্পিক এবং ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলে যোগ দিতে দেওয়া হবে না। যে অ্যাথলিটরা ডোপিং করেননি বলে প্রমাণ দিতে পারবেন, তাঁরা নিরপেক্ষ পতাকা নিয়ে অলিম্পিকে যোগ দিতে পারবেন। এই নির্বাসনের বিরুদ্ধে ২১ দিনের মধ্যে আবেদন জানাতে পারবে রাশিয়া।