কেপটাউন: প্রথম টেস্টে জিতলেও দ্বিতীয় টেস্টে হারতে হয়েছে ভারতকে। কেপটাউন টেস্ট (Capetown Test) জিতে সিরিজ ১-১ ড্র করেছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। ম্য়াচ হারলেও নজির গড়লেন দক্ষিণ আফ্রিকা (South Africa) তারকা পেসারক কাগিসো রাবাডা (Kagiso Rabada)। বল হাতে উইকেট তুলে জ্যাক কালিসের রেকর্ড ছুঁয়ে ফেললেন রাবাডা। ২ জনেই এই মুহূর্তে টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে ২৯১ উইকেট ঝুলিতে পুরেছেন। দুটো ইনিংসে যথাক্রমে কেপটাউনে ৩৮/৩ ও ৩৪/১ উইকেট নেন রাবাডা। এই দুজনই বর্তমানে দক্ষিণ আফ্রিকার জার্সিতে টেস্টে ষষ্ঠ সর্বোচ্চ উইকেটের মালিক। ৬২ টেস্টে ২২.০৫ গড়ে মোট ২৯১ উইকেট নিয়েছেন রাবাডা। সর্বোচ্চ ১১২/৭। 


তবে ম্য়াচ খেলার নিরিখে কিন্তু কালিস অনেকটাই পিছিয়ে রয়েছেন রাবাডার থেকে। ১৬৫ ম্যাচ খেলে ২৯১ উইকেট নিয়েছিলেন কিংবদন্তি প্রোটিয়া অলরাউন্ডার। সেরা বোলিং পারফরম্যান্স ৫৪/৬। দক্ষিণ আফ্রিকার জার্সিতে টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক অবশ্য ডেল স্টেইন। তিনি মোট ৯৩ টেস্টে ৪৩৯ উইকেট নিয়েছিলেন। তাঁর সেরা বোলিং পারফরম্যান্স ছিল ৫১/৭। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া ২ ম্যাচের টেস্ট সিরিজে ১১ উইকেট নিয়েছেন রাবাডা। 


পিচ নিয়ে ক্ষুব্ধ রোহিত


মাত্র ৬৪২ বল, আর তাতেই ফয়সালা হয়ে গেল ম্যাচের। বলের নিরিখে কেপ টাউনে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ ক্রিকেট ইতিহাসের সবথেকে ছোট টেস্টের নজির গড়ল। দ্বিতীয় টেস্টে সাত উইকেটে প্রোটিয়াদের হারিয়ে ১-১ সিরিজ় ড্র করল ভারত। তবে ম্যাচ জিতলেও ক্ষোভে ফুঁসছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কারণ, অবশ্য কেপ টাউনের পিচ।


মাত্র দেড় দিনে কেপ টাউন টেস্ট শেষ হয়ে যাওয়ার পর রোহিত কার্যত ক্ষোভে ফুঁসতে ফুঁসতে বলেন, 'এই ম্যাচে কেমন, কী পিচে খেলা হল, তা তো আমরা সকলেই দেখলাম। এই ধরনের পিচে খেলতে আমার ব্যক্তিগতভাবে কোনও সমস্যা নেই। তবে এরপর ভারতের পিচ নিয়ে যেন কেউ কোনও কথা বলতে না আসে। এরপর আর ভারতের পিচ নিয়ে কারুর কথা বলা মানায় না।'


ভারতের স্পিন সহায়ক পিচ নিয়ে অতীতে বারংবার প্রশ্ন উঠেছে। সময়ের বহু আগেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় ভারতের একাধিক পিচ টেস্ট ম্যাচ খেলার কতটা যোগ্য, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক বিশেষজ্ঞ। গত বছর বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট শেষে ইনদওরের পিচকে আর পাঁচটি মধ্যমানের পিচের থেকেও খারাপ রেটিং দেওয়া হয়েছিল আইসিসির তরফে। দিনকয়েক আগে বিশ্বকাপ ফাইনাল আয়োজন করা আমদাবাদের পিচকেও সাধারণ মানের রেট করা হয়। কেপ টাউনে সেই কথা মনে করিয়ে দিতে ভোলেননি ভারতীয় অধিনায়ক রোহিত।