জোহানেসবার্গ: বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস। ওয়ান ডে ফর্ম্যাটে প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয় টাইগারদের। ২-১ ব্যবধানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয় তাসকিন, মুশফিকুরদের। প্রথমে ব্যাট করে ১৫৪ রান বোর্ডে তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ম্যাচের ও সিরিজ সেরা হয়েছেন তাসকিন আহমেদ।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। জানেমান মালান ও ডি কক মিলে ওপেনিংয়ে নেমেছিলেন। ডি কক মাত্র ১২ রান করে আউট হয়ে ফিরে যান। জানেমান মালান ৩৯ রানের ইনিংস খেলেন। একটা সময় ৬৬ রানে ১ উইকেট হারিয়ে বসেছিল। কিন্তু সেখান থেকেই ভাঙন ধরে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপে। পরপর উইকেট হারাতে থাকে প্রোটিয়া মিডল অর্ডার। অধিনায়ক বাভুমা মাত্র ২ রান করেন। ফর্মে থাকা ভ্যান ডার ডুসেন মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। লোয়ার অর্ডারে ডেভিড মিলার ১৬ রান করেন। এছাড়া প্রিটোরিয়াস ২০ ও কেশব মহারাজ ২৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষ পর্যন্ত ৩৭ ওভারে মাত্র ১৫৪ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। বাংলাদেশ বোলারদের মধ্যে ৯ ওভারে ৩৫ রান দিয়ে ৫ উইকেট নেন তাসকিন আহমেদ। ২ টি উইকেট নেন সাকিব আল হাসান। ১টি করে উইকেট পান শরিফুল ইসলাম ও মেহদি হাসান।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। টাইগারদের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। দ্বিতীয় জন ৮টি বাউন্ডারির সাহায্যে ৫৭ বলে ৪৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেও তামিম ৮৭ রান করে অপরাজিত থেকে যান। ১৪টি বাউন্ডারির সাহায্যে তিনি ৮২ বলে ৮৭ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্য়াটার। ১৮ রান করে অপরাজিত থাকেন সাকিব আল হাসান। ২৬.৩ ওভারে ম্যাচ জিতে যায় বাংলাদেশ।