নয়াদিল্লি: অবশেষে মুক্তি? কোভিডের (covid) যাবতীয় কড়াকড়ি উঠে যাবে ভারত থেকে? কেন্দ্রীয় সরকার (central governmemt) সিদ্ধান্ত নিয়েছে কোভিড রুখতে যা যা নির্দেশিকা দেওয়া হয়েছিল তা আর বহাল থাকবে না। এমনই খবর সংবাদ সংস্থা সূত্রে। তবে মাস্ক পরার নিয়ম আগের মতোই বহাল থাকবে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। 


কবে থেকে এই পদক্ষেপ?
যদি সব ঠিক থাকে তাহলে, ৩১ মার্চের পর থেকে মাস্ক (mask) পরা ও দূরত্ববিধির নিয়ম ছাড়া আর কোনও নিয়ম থাকবে না বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। 


কী কারণ?
বেশ কিছুদিন ধরে টানা নিম্নগামী দেশের দৈনিক কোভিড সংক্রমণের গ্রাফ। সংক্রমণের মাত্রা ক্রমশ কমতে থাকায় এই স্বরাষ্ট্র মন্ত্রক (union home ministry) এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। ২০২২ সালের ২৪ মার্চ থেকে বিপর্যয় মোকাবিলা আইন (Disaster Management Act, 2005)-এর অধীনে একাধিক নির্দেশিকা চালু করেছিল। এরপর থেকে বিভিন্ন সময়ে নির্দেশিকার বদল হয়েছে, সময়ও বেড়েছে। সূত্রের খবর, সমস্ত রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। গত ২ বছর ধরে কোভিড রুখতে দেশে নানা ধরনের পরিকাঠামো তৈরি হয়েছে। পরীক্ষা, নজরদারি, কন্ট্যাক্ট ট্রেসিংয়ের সঙ্গেই টিকাকরণও ভালবাবে হয়েছে। রাজ্যগুলিও কোভিড রুখতে তাদের মতো করে পরিকাঠামো গড়ে তুলেছে। সাধারণ মানুষও অনেক বেশই সচেতন হয়েছেন। এই দিকগুলি মাথায় রেখে এবং গত সাত সপ্তাহ ধরে কোভিড গ্রাফের পতন দেখে এমন সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। এখন দেশের কোভিড পজিটিভিটি রেট এক শতাংশেরও অনেক নীচে। 


সংবাদ সংস্থা সূত্রের খবর, ৩১ মার্চ পর্যন্ত কোভিড সংক্রান্ত নির্দেশিকা বহাল থাকবে। তারপর নতুন করে আর কোনও নির্দেশিকা দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এমনটাই খবর সংবাদ সংস্থা সূত্রে। 


যদিও মাস্ক পরা ও দূরত্ববিধি বজায় রাখার মতো বিষয়গুলি বলবৎ থাকবে। যদি ফের কোভিড সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে তৎক্ষণাৎ পদক্ষেপ করা হবে। এমনটাই মত স্বাস্থ্য মন্ত্রকের। 


আরও পড়ুন: ঝড় শুরু হয়েছে, কোভিড নিষেধাজ্ঞা তুলে নেওয়া বিপজ্জনক হতে চলেছে?