কেপটাউন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৩ রানের লিড নিল ভারতীয় দল। বল হাতে ৫ উইকেট একাই তুলে নিলেন জশপ্রীত বুমরা। ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল ২২৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে ২১০ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ৭২ রান করে প্রোটিয়াদের হয়ে কিছুটা লড়াই করেন কিগান পিটারসেন। ভারতের হয়ে বুমরা ছাড়া ২টো করে উইকেট পান মহম্মদ শামি ও উমেশ যাদব। ১ উইকেট পান শার্দুল ঠাকুর। 


প্রথম ইনিংসে ভারত অল আউট হয়ে গিয়েছিল ২২৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে গতকালই মাত্র ৩ রান করে ফিরে গিয়েছিলেন ডিন এলগার। তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন জশপ্রীত বুমরা। এদিনও খেলায় প্রথম আঘাত হানেন বুমরাই। এইডেন মার্করামকে বোল্ড করে দেন তিনি। ডানহাতি প্রোটিয়া ওপেনার ৮ রান করে ফিরে যান। আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামা কেশব মহারাজ ভাল খেলছিলেন। কিন্তু তাঁকে ফিরিয়ে দেন উমেশ যাদব। সিরাজের বদলি হিসেবে দলে ঢুকেই উইকেট তুলে নিলেন উমেশ। ৪টে বাউন্ডারির সাহায্যে ২৫ রান করে ফিরে যান মহারাজ। একসময়ে ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে রাসি ফ্যান ডার ডুসেনকে সঙ্গে দলের স্কোর এগিয়ে নিয়ে যান কিগান পিটারসেন।


তবে ডুসেন ২১ রান করেই ফিরে যান উমেশের বলে। বাভুমাও ফেরেন ২৮ রান করে শামির বলে আউট হয়ে। প্রোটিয়া উইকেট কিপার ভেরেইনিকে খাতা খোলার আগেই শামি ফিরিয়ে দেন। অন্যদিকে পিটারসেন অর্ধশতরানের ইনিংস খেললেও টেল এন্ডারে কারও সমর্থন পাননি। শেষ পর্যন্ত তিনি ৭২ রান করে বুমরার বলে আউট হন। শেষদিকে রাবাদা ১৫ ও ওলিভিয়ার ১০ রান করেন। দক্ষিণ আফ্রিকার ইনিংস দুশোর গন্ডি পার করলেও ২১০ রানের বেশি এগোতে পারেনি তারা।   


আরও পড়ুনঃ প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডে জয়ন্ত যাদব, নভদীপ সাইনি