পার্ল: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পরে ওয়ান ডে সিরিজ জয়ও নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা দল (Ind vs SA)। তবে সিরিজ জিতলেও ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে-তে স্লো ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়তে হল গোটা দক্ষিণ আফ্রিকা দলকে। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।


২১ জানুয়ারি পার্লে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সিরিজ জয়ের এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। আর সেই কারণেই জরিমানার কবলে পড়তে হল তেম্বা বাভুমার ছেলেদের। নির্ধারিত সময়ে ৫০ ওভারের কোটা শেষ করতে না পারায় পুরো দলকে তাদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে আইসিসির তরফে। নির্ধারিত সময়ের বাইরে সময় নিয়ে একটি ওভার শেষ করে প্রোটিয়া বাহিনী। ফলে ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।


এক নয়, একেবারে জোড়া ক্ষত নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরতে হবে টিম ইন্ডিয়াকে (Team India)। টেস্ট সিরিজের পর এবার ওয়ান ডে সিরিজেও প্রোটিয়াদের কাছে হারতে হল ভারতকে (Ind vs SA)। টেস্ট সিরিজে তবু প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত। সিরিজের ভাগ্য নির্ধারিত হয়েছিল শেষ ম্যাচ। ওয়ান ডে-তে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে কে এল রাহুলের ভারতকে ৭ উইকেটে হারিয়ে দিল তারা।


প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ২৮৬/৭। জবাবে ব্যাট করতে নেমে কার্যত শুরু থেকে দাপট দেখালেন দক্ষিণ আফ্রিকার ওপেনাররা। ফিল্ডিং করার সময় কে এল রাহুলের ক্যাচ ফেলেছিলেন জানেমন মালান। পরে হাফসেঞ্চুরি করে দেন রাহুল। ব্যাট হাতে যেন সেই আক্ষেপ মিটিয়ে নিলেন মালান। ১০৮ বলে ৯১ রান করলেন। তিনিই দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ স্কোরার। ইনিংস ওপেন করতে নেমে ৮টি চার ও একটি ছক্কা মারেন তিনি। অপর ওপেনার কুইন্টন ডি'কক ছিলেন মারমুখী মেজাজে। ৬৬ বলে ৭৮ রান করেন তিনি। ১১ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র যশপ্রীত বুমরা নজর কাড়েন। ১০ ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন। তবে লাভ হয়নি।