ওয়ান্ডার্স: দক্ষিণ আফ্রিকার (south africa) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে নেমে পড়ল ভারতীয় ক্রিকেট দল। দীর্ঘ ২৯ বছরের প্রতিদ্বন্দ্বীতায় এখনও পর্যন্ত প্রোটিয়াদের ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া (team india)। এবারই সেরা সুযোগ রয়েছে ভারতীয় দলের কাছে। প্রথম টেস্টে সেঞ্চুরিয়নে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে বিরাট বাহিনী। ১১৩ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। আগামীকাল থেকে জােহানেসবার্গে তৃতীয় টেস্টে খেলতে নামবে ২ দল। প্রথম ম্যাচে জয় পেলেও নতুন বছরের শুরুতে আর সময় নষ্ট করতে রাজি নয় বিরাটরা। তাই প্রস্তুতি রাহুল দ্রাবিড়ের কড়া নজরদারিতে নেমে পড়েছে ভারতীয় ক্রিকেটাররা। 


নেটে স্বমহিমায় ব্যাটিং করতে দেখা গেল বিরাট কোহলিকে। ২ বছর ধরে কোনও শতরান নেই আন্তর্জাতিক ক্রিকেটে। ম্যাচের তালিকাটা সেঞ্চুরিয়নে আরও দীর্ঘ হয়েছে। ২ ইনিংসেই বাজেভাবে খোঁচা দিয়ে আউট হয়েছেন বিরাট। ওয়ান্ডার্সে রানে ফিরতে চাইবেন ভারত অধিনায়ক। একইসঙ্গে এই ম্যাচে যদি ভারতীয় দল জয় পায়, তবে প্রথম ভারত অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের নজির গড়বেন বিরাট। 


রানের নিরিখে এই ম্যাচে নজর থাকবে রাহানে ও পূজারার দিকেও। সহ অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাহানেকে। তাঁর বদলে রাহুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। যিনি প্রথম ম্যাচে দুর্দান্ত শতরান হাঁকিয়েছেন। রাহানে প্রথম টেস্টে প্রথম ইনিংসে অল্পের জন্য অর্ধশতরান মিস করেছেন। পূজারা যদিও ২ ইনিংসেই ব্যর্থ হয়েছেন। বোলিং ডিপার্টমেন্টে মহম্মদ সিরাজ, মহম্মদ শামি ও জশপ্রীত বুমরা ছাড়াও উমেশ যাদব ও ইশান্ত শর্মাকে দেখা গেল বোলিং করতে নেটে। যদিও প্রথম টেস্টের একাদশই হয়ত দ্বিতীয় টেস্টেও ধরে রাখা হবে। 


২০২১ কে বিদায় জানিয়ে আমরা সবাই ২০২২ -এ পা রেখেছি। এই বতুন বছরের প্রাক্কালে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে ভক্তদের জন্য নতুন বছরের শুভেচ্ছা বার্তা পাঠালেন বিরাট কোহলি। এই মুহূর্তে ম্যান্ডেলার দেশে টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল। প্রথম টেস্টে জয় এসেছে। দ্বিতীয় টেস্টে নামার আগে বর্ষবরণের আনন্দ সবার সঙ্গে ভাগ নিয়েছেন ক্রিকেটারর। টিম হোটেলেই সেলিব্রেশন মুডে ধরা দিয়েছেন প্রত্যেকেই। 


বিরাট তাঁর ট্যুইটারে ২টো ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে তাকে স্ত্রী অনুষ্কা শর্মা সঙ্গে। আর ২টো ছবিতে দলের সতীর্থদের সঙ্গে দেখা গিয়েছে ভারতীয় টেস্ট দলের অধিনায়ককে। নিজের ট্যুইটারে বিরাট লিখেছেন, ''আশা করব নতুন বছর সবার জীবনে ভাল কিছু নিয়ে আসবে। অনেক অনেক ভালবাসা ও পজিটিভিটি আমাদের তরফ থেকে।''