সেঞ্চুরিয়ন: আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। খাতায় কলমে অনেকেই এগিয়ে রাখছেন বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (team india)। কিন্তু প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর (wasim  Jaffer) মনে করেন কাগিসো রাবাদা (kagiso rabada) ভারতীয় দলের সামনে প্রধান বাধা হয়ে উঠতে পারেন। 


ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৯টি টেস্ট খেলেছেন রাবাদা। ঝুলিতে পুরে নিয়েছেন ২৪ উইকেট। তার মধ্যে ১৫ উইকেট তিনি তুলে নিয়েছেন ২০১৮ সালে তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে। প্রোটিয়া শিবিরও রাবাদার দিকে তাকিয়ে থাকবে এটাই স্বাভাবিক। জাফর এক সাক্ষাৎকারে বলেন, ''দক্ষিণ আফ্রিকার একটি দুর্দান্ত ফাস্ট বোলিং আক্রমণ আছে, এতে কোনো সন্দেহ নেই। রাবাদা অন্যতম সেরা। ভারতীয় ব্যাটসম্যানদের চ্যালেঞ্জের সামনে ফেলবেন রাবাদা, এটা নিশ্চিত আমি। বাকিদেরও হালকাভাবে নিলে হবে না। তাদের পেস বোলিং অবশ্যই ভারতকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলবে। তবে প্রোটিয়া শিবিরের ব্যাটিং আগের মতো নেই। তবুও, ভারতের জন্য এটি একটি চ্যালেঞ্জিং সফর হবে।''


বিরাট কোহলিদের (Virat Kohli) বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা (Ind vs SA)। চোটের জন্য ছিটকে গেলেন তারকা ফাস্টবোলার। যা কিছুটা হলেও স্বস্তি দেবে ভারতীয় ব্যাটারদের।


২৬ অগাস্ট সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের আগে ছিটকে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন আনরিক নোখিয়া (Anrich Nortje)। মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড থেকে জানানো হল যে, পুরনো চোট না সারায় ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না নোখিয়া। শুধু প্রথম টেস্ট নয়, গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন প্রোটিয়া পেসার।


আরও পড়ুন: সেঞ্চুরিয়নেই ধোনিকে টেক্কা দিয়ে অনন্য রেকর্ডের হাতছানি পন্থের