SA vs NED LIVE Score: ইতিহাসের পুনরাবৃত্তি, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়ান ডে বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকাকে হারাল নেদারল্যান্ডস
SA vs NED World Cup 2023 LIVE Score Updates: এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে কোনও ম্যাচ জিততে পারেননি ডাচরা। অন্যদিকে দুটো ম্যাচ খেলে দুটো ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে।
ঐতিহাসিক জয়। দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে দিল নেদারল্যান্ডস। কেশব মহারাজকে ৪০ রানে আউট করেন ভ্যান বিক। প্রোটিয়াদের ২০৭ রানে অল আউট করল ডাচরা।
কোনওক্রমে দুইশো রানের গণ্ডি পার করল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের শেষ ওভারে দুইশো রানের গণ্ডি পার করল প্রোটিয়ারা।
কার্যত হারা ম্যাচে ব্যাট হাতে লড়াই করছেন কেশব মহারাজ। তিনি ২৭ রানে ব্যাট করছেন। ৪১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৯০/৯। দুই ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য আরও ৫৫ রানের প্রয়োজন।
এক ঐতিহাসিক জয় থেকে মাত্র একধাপ দূরে রয়েছে নেদারল্যান্ডস। পর পর দুই ওভারে দুই সাফল্য এনে দিলেন বাস ডি লিডে। জেরাল্ড কোয়েটজ়াকে ২২ রানে আউট করার পর রাবাডাকেও ৯ রানে আউট করেন তিনি। ৩৬ ওভার শেষে নেদারল্যান্ডসের স্কোর ১৬৯/৯।
ধুঁকতে থাকা দক্ষিণ আফ্রিকান ইনিংসকে টানছিলেন তিনি। দলের শেষ ব্যাটার হিসাবেই ক্রিজে উপস্থিত ছিলেন ডেভিড মিলার। তাঁকে মন্থর গতির বলে পরাস্থ করে ৪৩ রানে সাজঘরে ফেরালেন ভ্যান বিক। ১৪৫ রানেই সপ্তম উইকেট হারাল প্রোটিয়া শিবির।
মার্কো জানসেনের উইকেট ছিটকে দিলেন মার্কো জানসেন। ষষ্ঠ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ২৫ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর ১০৯/৬।
দক্ষিণ আফ্রিকাকে পঞ্চম ধাক্কা দিলেন লোগান ভ্যান বিক। মিলার-ক্লাসেনের ৪৫ রানের পার্টনারশিপ ভাঙল। বড় শট হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ২৮ রানে আউট হলেন ক্লাসেন। ১৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮৯/৫। জয়ের জন্য প্রোটিয়াদের এখনও ২৪ ওভারে ১৫৭ রান করতে হবে।
অর্ধশতরানের আগেই চার উইকেট হারিয়ে বিরাট চাপে দক্ষিণ আফ্রিকা শিবির। আপাতত ১৩ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর ৫২/৪। বর্তমানে ডেভিড মিলার দুই ও হেনরিখ ক্লাসেন আট রানে ব্যাট করছেন।
চ্যালেঞ্জিং রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকান ওপনাররা শুরুটা বেশ ভালই করেছেন। ছয় ওভার শেষে প্রোটিয়া দলের স্কোর বিনা উইকেটে ৩১। তেম্বা বাভুমা ১৬ ও কুইন্টন ডি'কক ১৫ রানে ব্যাট করছেন।
নেদারল্যান্ডসকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দিলেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। প্রোটিয়া বোলিংয়ের গোলাগুলি সামলে করলেন ঝকঝকে হাফসেঞ্চুরি। বিশ্বকাপে অঘটন ঠেকাতে কঠিন পরীক্ষা দিতে হবে বাভুমা-কুইন্টন ডি'ককদের।
শেষ দিকে ঝোড়ো ব্যাটিং ডাচদের। ৬৯ বলে ৭৮ রানে অপরাজিত রইলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। আরিয়ান দত্ত ৯ বলে করলেন অপরাজিত ২৩ রান। ২৪৫/৮ স্কোর তুললেন ডাচরা।
১৯ বলে ২৯ রান করে ফিরলেন ফান ডার মারউই। ৪০ ওভারের শেষে ডাচদের স্কোর ২০৪/৮।
লোগান ফান বিককে ফেরালেন কেশব মহারাজ। ৩৬ ওভারের শেষে নেদারল্যান্ডসের স্কোর ১৬৩/৭।
২৫ বলে ২০ রান করে ফিরলেন তেজা নিদামানারু। ২৯ ওভারের শেষে নেদারল্যান্ডসের স্কোর ১২০/৬।
সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটকে ফেরালেন লুনগি এনগিডি। ২২ ওভারের শেষে নেদারল্যান্ডসের স্কোর ৮৮/৫।
১২ রান করে ফিরলেন কলিন অ্যাকারম্যান। ১৮ ওভারের শেষে নেদারল্যান্ডস ৭২/৪।
ম্য়াক্স ডি'উডকে (১৮ রান) ফেরালেন মার্কো জানসেন। রাবাডা তুলে নিলেন বাস দে লিদকে। ১২.৪ ওভারে নেদারল্যান্ডসের স্কোর ৪৪/৩।
বিক্রমজিৎ সিংহকে (২ রান) ফিরিয়ে দিলেন কাগিসো রাবাডা। ৭ ওভারের শেষে নেদারল্যান্ডসের স্কোর ২৭/১।
শুরু হল ম্যাচ। বৃষ্টির জন্য সময় নষ্ট হওয়ায় ম্যাচের ওভার সংখ্যা কমানো হল। ৪৩ ওভার করে খেলবে দুই দল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার। এক ওভারের শেষে নেদারল্যান্ডসের স্কোর ০/০।
ধর্মশালার আকাশের মুখ ভার। দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচ হওয়া নিয়েই সংশয়।
বৃষ্টির জন্য এখনও শুরু করা গেল না দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচ। ফের মাঠ ঢাকা পড়ল কভারে।
ফের ঝিরঝিরে বৃষ্টি। ফের পিছোল টস। ২.৩২-এ হবে টস। ম্যাচ শুরু দুপুর ৩টেয়।
৩০ মিনিট পিছিয়ে গেল টস। দেড়টার পরিবর্তে দুটোয় হবে টস। ম্যাচ শুরু দুপুর আড়াইটেয়।
ধর্মশালায় হাল্কা দু-এক পশলা বৃষ্টি হয়েছে। যে কারণে নির্ধারিত সময়ে অর্থাৎ দুপুর দেড়টায় করা গেল না টস।
প্রেক্ষাপট
ধর্মশালা: বিশ্বকাপে (ODI World Cup 2023) ইতিমধ্যেই একটি অঘটন দেখেছে বিশ্ব। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে (England Cricket Team) হারিয়ে দিয়ে ইতিহাস গড়েছে আফগানিস্তান (Afganistan Cricket Team)। আজ আরও একটা অঘটনের আশা করা যেতেই পারে। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে খেলতে নামছে নেদারল্যান্ডস (Netherlands Cricket Team)। এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে কোনও ম্যাচ জিততে পারেননি ডাচরা। অন্যদিকে দুটো ম্যাচ খেলে দুটো ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে। দুর্দান্ত ফর্মে রয়েছে তেম্বা বাভুমার দল।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ডাচদের বিরুদ্ধেই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ১৩ রানের হারতে হয়েছিল সেই ম্যাচে মারক্রামদের। সেদিক থেকে দেখতে গেলে আজকের ম্যাচ প্রোটিয়া বাহিনীর কাছে প্রতিশোধের লড়াই। অন্যদিকে স্কট এডওয়ার্ডসের দলের জন্য় উদ্বুদ্ধ করবে গত বিশ্বকাপে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে জয়।
সব মিলিয়ে জমে উঠছে এ বারের বিশ্বকাপ। গ্রুপ পর্বে একে-একে মুখোমুখি হচ্ছে দলগুলি। এ বার পালা দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের। চলতি বিশ্বকাপের ১৫ তম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এ বারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এখনও পর্যন্ত ২টি ম্যাচ খেলেছে তারা। এর মধ্যে দুটিতেই জয় পেয়েছে প্রোটিয়া বাহিনি। অন্যদিকে প্রতিপক্ষ নেদারল্যান্ডসের অবস্থা চিন্তার। এখনও পর্যন্ত দুটি ম্যাচের একটিতেও জিততে পারেননি ডাচরা। পয়েন্ট টেবিলের ৩ নম্বরে জায়গা করে নিয়েছেন প্রোটিয়ারা। আর নেদারল্যান্ডসের জায়গা হয়েছে ৯ নম্বরে। ডাচদের লড়াইটা যে কঠিন হবে তা আঁচ করাই যাচ্ছে। শূন্য থেকে এবার ডাচদের মাথা তুলে দাঁড়ানোর লড়াইটা কেমন হয় তাই এখন দেখার।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুরন্ত রেকর্ড দক্ষিণ আফ্রিকার। এখনও পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটে ৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে ৬টি ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডস কোনও ম্যাচ জেতেনি। একটি ম্যাচে ফলাফল হয়নি।
আরও পড়ুন: রোহিতই ভারতের যোগ্য অধিনায়ক, হিটম্যানের প্রশংসায় পঞ্চমুখ পন্টিং
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
- - - - - - - - - Advertisement - - - - - - - - -