SA vs NED LIVE Score: ইতিহাসের পুনরাবৃত্তি, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়ান ডে বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকাকে হারাল নেদারল্যান্ডস

SA vs NED World Cup 2023 LIVE Score Updates: এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে কোনও ম্যাচ জিততে পারেননি ডাচরা। অন্যদিকে দুটো ম্যাচ খেলে দুটো ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে।

ABP Ananda Last Updated: 17 Oct 2023 11:06 PM

প্রেক্ষাপট

ধর্মশালা: বিশ্বকাপে (ODI World Cup 2023) ইতিমধ্যেই একটি অঘটন দেখেছে বিশ্ব। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে (England Cricket Team) হারিয়ে দিয়ে ইতিহাস গড়েছে আফগানিস্তান (Afganistan Cricket Team)। আজ আরও একটা অঘটনের আশা...More

ODI World Cup Live: দুরন্ত জয়

ঐতিহাসিক জয়। দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে দিল নেদারল্যান্ডস। কেশব মহারাজকে ৪০ রানে আউট করেন ভ্যান বিক। প্রোটিয়াদের ২০৭ রানে অল আউট করল ডাচরা।