পুণে: ওয়ান ডে বিশ্বকাপে (One Day World Cup 2023) বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা (South Africa)। ১৯০ রানের বিশাল ব্যবধানে কিউয়িদের হারিয়ে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল প্রোটিয়া শিবির। ৭ ম্যাচের মধ্যে এখন তাঁরা শুধুমাত্র নেদারল্যান্ডস (Netherlands) ম্যাচ ছাড়া সব ম্যাচেই জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। প্রোটিয়া বাহিনীর দেওয়া ৩৫৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৬৭ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। 


৩৫৮ রানের লক্ষ্যমাত্রা। প্রথম থেকেই একটা বড় পার্টনারশিপের দরকার ছিল কিউয়ি শিবিরের জন্য। কিন্তু ফর্মে থাকা ডেভন কনওয়ে এদিন মাত্র ২ রান করে প্য়াভিলিয়নে ফিরলেন। উইল ইয়ং এদিন ভাল শুরু করলেও ৩৩ রান করেই প্যাভিলিয়নে ফিরলেন। রাচিন রবীন্দ্র ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন এদিন। ড্যারেল মিচেল ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। একমাত্র কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন গ্লেন ফিলিপ্স। তিনি ৫০ বলে ৬০ রানের ইনিংস খেলেন ৪টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে। লোয়ার অর্ডারে কেউই বড় রান করতে পারেননি। শেষ পর্যন্ত ৩৫.৩ ওভারে অল আউট হয়ে যায় নিউজিল্য়ান্ড। টিম সাউদি ২ উইকেট নেন, ১টি করে উইকেট নেন জিমি নিশাম ও ট্রেন্ট বোল্ট। 


এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনিংয়ে নামেন অধিনায়ক বাভুমা ও ডি কক। রেজা হেনড্রিকস দুটো ম্যাচে রান পেলেও ফের তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল অধিনায়ক বাভুমা ফিরে আসায়। কিন্তু এদিনের ম্যাচে ভাল শুরু করেও বড় রান করতে পারলেন না প্রোটিয়া অধিনায়ক। মাত্র ২৪ রান করে ফিরলেন তিনি। এরপর তিন নম্বরে নেমেছিলেন রাসি ভ্যান ডার ডুসেন। ডি ককের সঙ্গে জুটি বেঁধে তিনি দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন। চলতি বিশ্বকাপে এই ম্যাচের আগে পর্যন্ত তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এই ম্যাচে আরও একটি সেঞ্চুরি হাঁকালেন তিনি। এটাই শেষ বিশ্বকাপ তাঁর। ওয়ান ডে ফর্ম্যাটে থেকে এরপরই অবসর নেবেন। তার আগে নিজের সেরা ফর্মে রয়েছেন ডি কক। এদিন ১১৪ রান করে আউট হলেন যখন তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ১০টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। 


ডি কক ফিরে যাওয়ার পর শতরান পূরণ করেন রাসি ভ্যান ডার ডুসেনও। তিনিও এর আগে একটি শতরান চলতি বিশ্বকাপে হাঁকিয়েছিলেন। এদিন ১৩৩ রানের ইনিংস খেলেন ডুসেন। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান তিনি। শেষ দিকে মিলার ৩০ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন।