দেখুন: পা ছুঁলেন কাম্বলি, তুলে বুকে জড়িয়ে ধরলেন সচিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Mar 2018 01:30 PM (IST)
নয়াদিল্লি: এক সময়ের অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন সচিন তেন্ডুলকর ও বিনোদ কাম্বলি। কিন্তু মাঝে সেই সম্পর্কে চিড় ধরেছিল। বর্তমানে ফের দুজনের সম্পর্ক স্বাভাবিক হয়েছে। দুজনের সেই বন্ধুত্বের ছবিই ধরা পড়ল মুম্বই টি ২০ লিগের পুরস্কার অনুষ্ঠানে। ফাইনালে হেরে যায় শিবাজী পার্ক লায়ন্স দল। এই দলের মেন্টর কাম্বলি। যখন কাম্বলি রানার আপ মেডেল নিতে মঞ্চে আসনে তখন সুনীল গাওস্কর ওই মেডেল সচিন তেন্ডুলকরের হাতে দেন। ওই মেডেল কাম্বলির গলায় পরিয়ে দিতেই কাম্বলি নিচু হয়ে সচিনের পা স্পর্শ করেন। সঙ্গে সঙ্গে কাম্বলিকে তুলে বুকে জড়িয়ে ধরেন সচিন। এই ঘটনায় দুজনের একে অপরের প্রতি শ্রদ্ধা কতটা গভীর তা আরও একবার দেখা গেল। স্কুল জীবন থেকে দুজনের বন্ধুত্ব। স্কুল ক্রিকেটে রেকর্ড থেকে দেশের হয়ে খেলা। দুই বন্ধু প্রথমটা একই তালে এগিয়েছেন। এরপর দুজনের সম্পর্কে ফাটল ধরে। ২০০৯-এ কাম্বলি অভিযোগ করেন, সচিন তাঁকে ক্রিকেটে ফিরে আসতে সাহায্য করেননি। সেই অতীত পিছনে ফেলে দুজনের সম্পর্ক আবার জোড়া লেগেছে।