মুম্বই: ২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ৯৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। যা তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ইনিংসগুলোর মধ্যে একটি। কিন্তু অবাক করে দেওয়া একটি অজানা তথ্য, যা হয়ত অনেকেই জানে না যে, একবার পাকিস্তানের হয়েই না কি খেলতে নেমেছিলেন সচিন (Sachin Tendulkar), তাও আবার ভারতের বিরুদ্ধেই। আজ মাস্টার ব্লাস্টারের জন্মদিনে সেই অজানা তথ্যই একটু জেনে নেওয়া যাক -


পাকিস্তানের হয়ে মাঠে সচিন, প্রতিপক্ষ ভারত


১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিন তেন্ডুলকরের। পাকিস্তানের বিরুদ্ধেই অভিষেক হয়েছিল মাত্র ১৬ বছর বয়সে। কিন্তু নিজের আত্মজীবনী ''প্লেইং ইট মাই ওয়ে''-তে সচিন লিখেছেন, ''তৎকালীন পাকিস্তান অধিনায়ক ইমরান খানের মনে আছে কি না আমার জানা নেই, কিন্তু আমি একবার পাকিস্তানের হয়ে মাঠে ফিল্ডিং করতে নেমেছিলাম। তাও আবার সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল ভারতই।''


ঠিক কী হয়েছিল?


১৯৮৭ সালে পাকিস্তান সেবার ভারত সফরে এসেছিল। ম্যাচ ছিল মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। ম্যাচে লাঞ্চের পরে কিছুক্ষণ মাঠের বাইরে ছিলেন জাভেদ মিঁয়াদাদ ও আব্দুল কাদির। সেই সময়ই সচিনকে ফিল্ডিং করতে হয়েছিল। ইমরান খান নিজেই নাকি সচিনকে ফিল্ডিং করতে বলেছিলেন অতিরিক্ত ফিল্ডার হিসেবে। সচিন আরও বলেন ম্যাচে একটা সময় এসেছিল যে কপিল দেবের ক্যাচ নেওয়ার সুযোগও এসেছিল সচিনের সামনে। কিন্তু মাঠে অনেকটা দৌড়েও বলের নাগাল পাননি সচিন। 


সচিনের দুর্দান্ত কেরিয়ার


১৯৯০ সালে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই দেশে এই ইনিংস খেলেন সচিন। সচিনের কেরিয়ারের অন্যতম সেরা একটি ইনিংস ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাঁকানো ১৩১ বলে ১৪৩ রানের ইনিংসটি। সেই ম্যাচে টনি গ্রেগ কমেন্ট্রি বক্স থেকে বারবার বলছিলেন "কী অসাধারণ ক্রিকেটার।'' বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে এক ইনিংসে দ্বিশতরানের ইনিংস খেলেন সচিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১০ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।