মুম্বই: করোনাকে জয় করলেন সচিন তেন্ডুলকর। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাস্টার ব্লাস্টার। তবে বাড়ি ফিরেও এখন বেশ কিছুদিন আইসোলেশনেই থাকবেন সচিন ৷
[tw]
গত ২৭ মার্চ টুইট করে সচিন অনুরাগীদের জানান যে, তিনি করোনা সংক্রমণের শিকার হয়েছেন। পরে গত ২ এপ্রিল ফের টুইটারেই জানান, তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন ৷ কিংবদন্তির টুইট জানাজানি হওয়া মাত্রই উদ্বিগ্ন হয়ে পড়ে তামাম ভক্তকূল। সকলেই সচিনের শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় ছিলেন। তবে ভক্তদের আশ্বস্ত করেছিলেন সচিন নিজেই। জানিয়েছিলেন, সাবধানতা হিসেবেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং দু’একদিনের মধ্যেই তিনি বাড়ি ফিরবেন। ওইদিন সকাল ১১টা নাগাদ টুইট করে সচিন লেখেন, 'আপনাদের শুভেচ্ছা ও প্রার্থনার জন্য ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শে সাবধানতা হিসাবেই হাসপাতালে ভর্তি হয়েছি। কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরে যাওয়ার আশা করছি। প্রত্যেকে সাবধানে থাকুন ও সতর্ক থাকুন।'
অবশেষে বৃহস্পতিবার পুনরায় টুইট করেই হাসপাতাল থেকে তাঁর ছাড়া পাওয়ার খবর জানিয়ে দেন সচিন তেন্ডুলকর।