নয়াদিল্লি: মাঝআকাশে বিপত্তি ! না বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ধরা পড়েনি ৷ সমস্যা যাত্রীকে নিয়েই ৷ বেঙ্গালুরু থেকে দিল্লিগামী এয়ার এশিয়ার i5-722 বিমানে মঙ্গলবার বিমানের মধ্যেই বিমানকর্মীদের সঙ্গে বচসার পর নিজের জামাকাপড় খুলে ফেলেন এক যাত্রী ! এমন ঘটনায় হতবাক প্রত্যেকেই ৷ সংবাদসংস্থা ANI-এর খবর অনুযায়ী, এক কেবিন ক্রুর সঙ্গে ওই যাত্রীর প্রথমে তর্কাতর্কি শুরু হয় ৷ বেশ কিছু সময় ধরে তা চলার পর অবশেষে নিজের জামাই খুলে ফেলেন ওই যাত্রী ৷
পুরো বিষয়টি বিমানের ক্রু মেম্বাররা পাইলটকে জানানোর পর দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন পাইলট ৷ এরপর বিমান দিল্লিতে ল্যান্ড করার পরেই বিমানবন্দরের সিআইএসএফ-এর সাহায্যে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত যাত্রীকে ৷ গোটা ঘটনায় হতবাক বিমানে উপস্থিত বাকি যাত্রীরাও ৷ এমন ঘটনা যে কেউ ঘটাতে পারে, তা আন্দাজ করাও কঠিন যে কারোর পক্ষেই ৷
বিমানসংস্থার মুখাপাত্র এরপর জানিয়েছেন, ‘‘ দিল্লি বিমানবন্দরে বিমান ল্যান্ড করার পরেই পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় ৷ এয়ার এশিয়া ইন্ডিয়ার কাছে যাত্রী এবং কর্মীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ ৷ বিমানে কোনওরকম অভব্যতামূলক আচরণ কারোরই মেনে নেওয়া সম্ভব নয় ৷ এই ধরণের বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে ৷ ’’
এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল দেশের বিভিন্ন রাজ্য। প্রতিদিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে ভারত। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারত। গত বছরের তুলনায় এ বছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছে করোনা।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ১৯৮ জন। দেশে দৈনিক করোনা আক্রান্তে নয়া রেকর্ড। ভাঙল ২০২০ সালের রেকর্ডও। এই বৃদ্ধির জেরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৯ লক্ষ ২৮ হাজার ৫৭৪ জন। গত বছর দেশে ১৭ সেপ্টেম্বর সর্বাধিক করোনা সংক্রমণ দেখা গিয়েছিল, সেই সময় একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৯৮,৭৯৫ রেকর্ড করা হয়েছিল। আমেরিকার পর ভারত এখন দ্বিতীয় দেশ যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পার করেছে। বর্তমানে আমেরিকার থেকে ভারতে অনেক বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস ৷