লন্ডন: তিনি সদ্য জাতীয় দলের সিনিয়র নির্বাচক কমিটির প্রধান হয়েছেন। দায়িত্ব নিয়ে শুরুতেই বিতর্কে অজিত আগরকর (Ajit Agarkar)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে রিঙ্কু সিংহকে (Rinku Singh) রাখা হয়নি। যা দেখে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়।


আর তার মাঝেই লাঞ্চ টেবিলে দেখা গেল আগরকরকে। সঙ্গে চাঁদের হাট। কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিংহ। যে ছবি মাস্টার ব্লাস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর তা ভাইরাল হয়ে যায়।


ছবিটি পোস্ট করে সচিন লেখেন, 'দুটো জিনিস আমাদের কাছাকাছি রেখেছে। বন্ধুত্ব ও খাওয়াদাওয়া। এই দলের সঙ্গে লাঞ্চ টেবিলে দেখা। দুর্দান্ত মধ্যাহ্নভোজ সারলাম। লন্ডনে।'


 






সেই ছবি দেখে মজা করেছেন ব্রায়ান লারা। কয়েকদিন আগেই যিনি সচিনের সঙ্গে গলফ খেলেছেন। লারা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমি শুধু হাই আর বাই বলে গেলাম। তোমরা ভাগ্যবান। আমার গলফের বন্ধুরা, উপভোগ করো'।


বর্তমানে ভারতীয় দলের খেলা নেই। ঘরোয়া ক্রিকেট মরশুমও এখনও শুরু হয়নি। এই সুযোগেই ভারতীয় ক্রিকেটাররা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটি কাটাচ্ছেন। ছুটি কাটাতে ব্যস্ত সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar)। সপরিবারে ভারতীয় কিংবদন্তি কিনিয়ার মাসাই মারাতে ছুটি কাটিয়ে এসেছেন। আপাতত তিনি সপরিবার লন্ডনে।


বহুদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল। সেই জল্পনাই এবার সত্যি হল। ভারতীয় পুরুষ দলের প্রধান নির্বাচক পদে নিযুক্ত হলেন অজিত আগরকর (Ajit Agarkar)। বিসিসিআইয়ের (BCCI) তরফে আগরকরকে দায়িত্ব দেওয়ার কথা সরকারিভাবে জানানো হয়েছে। নির্বাচকমণ্ডলীর বাকিদের থেকে অধিক টেস্ট ম্যাচ খেলায় তাঁকে সরাসরি প্রধান নির্বাচক পদে নিয়োগ করা হল। 


গত ফেব্রুয়ারিতে ভারতীয় পুরুষ দলের প্রধান নির্বাচক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন চেতন শর্মা। তারপর থেকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসাবে দায়িত্ব পালন করছেন শিবসুন্দর দাস। তবে এবার অবশেষে পাকাপাকিভাবে রোহিতদের প্রধান নির্বাচক পদে নিযুক্ত হলে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার আগরকর।




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      


https://t.me/abpanandaofficial