বেঙ্গালুরু: আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে ভারতের দুই স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহলের পারফরম্যান্স নিয়ে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক শন পোলক সংশয় প্রকাশ করলেও, এই দুই স্পিনারের প্রশংসা করলেন সচিন তেন্ডুলকর। তিনি আশাবাদী, ভবিষ্যতে বিদেশের মাটিতে ভারতীয় দলের সাফল্যে বড় ভূমিকা থাকবে কুলদীপ ও চাহলের। কারণ, বিপক্ষ দলগুলি এখনও এই দুই তরুণ রিস্ট স্পিনারের বল মোকাবিলা করার উপায় খুঁজে বার করতে পারেনি।
একটি অনুষ্ঠানে সচিন বলেছেন, ‘ব্যাটিংয়ের কথা উঠলে আমরা বলি কত রান হয়েছে। কিন্তু আমাদের ম্যাচ জেতার অন্যতম কারণ হল, মাঝের ওভারগুলিতে দুই রিস্ট স্পিনার বল করছে। কয়েকমাস আগেও আমরা রিস্ট স্পিনারদের বল করতে দেখিনি। তাই এখন ওদের দেখে ভাল লাগছে। ওরা দারুণ বোলিং করছে। ক্রিকেটদুনিয়ার বাকিরা এখনও ওদের বলে কীভাবে ব্যাটিং করতে হবে সেটা বুঝতে পারেনি। এটা খুব ভাল বিষয়। বিপক্ষ দলগুলি ওদের বল বুঝে ওঠার আগেই ভারতের যত বেশি সম্ভব ম্যাচ জিতে নেওয়া উচিত।’
আগামী বছরের বিশ্বকাপ প্রসঙ্গে সচিন বলেছেন, ‘গত কয়েক বছর ধরেই ভারতীয় দল ভাল খেলছে। ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। পরিকাঠামো তৈরির কৃতিত্ব বিসিসিআই-কে দিতে হবে। ফিটনেস, ডায়েট সহ বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বিদেশে আরও সাফল্য পাবেন কুলদীপ, চাহল, আশাবাদী সচিন
Web Desk, ABP Ananda
Updated at:
17 Feb 2018 05:56 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -