মুম্বই: ইংল্যান্ড সিরিজে রোহিত শর্মার ব্যাটিং দেখে মুগ্ধ সচিন তেন্ডুলকর। তিনি মনে করেন টেস্টে রোহিত এখন আলাদাই ছন্দে পারফর্ম করছেন। ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং করছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে এখনও পর্যন্ত রোহিতের ঝুলিতে চার ইনিংসে স্কোর যথাক্রমে ৩৬, ১২*, 83, ২১। সচিন মনে করেন এখন অনেক উন্নতি করেছেন রোহিত তাঁর ব্যাটিংয়ে। এমনকী চলতি সফরে অন্য রোহিতকে দেখা যাচ্ছে বলেও মনে করেন সচিন।
এক সাক্ষাৎকারে মাস্টার ব্লাস্টার বলেন, 'রোহিত যেই ফর্মে ব্যাট করছে, তাতে আমার মনে হয় রোহিত নিজের ব্যাটিংয়ে অনেক বদল এনেছে। ব্যাটিংয়ের ধরন বদলেছে ও। ম্য়াচের পরিস্থিতি অনুযায়ী ওর রান তোলার ক্ষমতাও অনেক উন্নত হয়েছে আগের তুলনায়।'
ইংল্য়ান্ডের মাটিতে প্রথমবার টেস্টে ওপেনার হিসেবে খেলতে নেমেছেন রোহিত। একটি অর্ধশতরানও হাঁকিয়েছেন। নিজেই রোহিত বলেছিলেন যে ৮৩ রানের ইনিংসটি তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতেও ওপেনার হিসেবে ভাল পারফর্ম করেছিলেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নড়বড়ে মনে হয়নি ওপেনিংয়ে মুম্বইয়ের এই তারকা ক্রিকেটারকে। যদিও বিদেশের মাটিতে এখনও পর্যন্ত কোনও বড় ইনিংস খেলতে পারেননি রোহিত। লর্ডসে প্রথম ইনিংসে শতরানের দিকে এগোচ্ছিলেন ভালই। কিন্তু অ্যান্ডারসনের বলে আউট হয়ে ফিরতে হয় সেঞ্চুরির থেকে ১৭ রান দূরেই। সচিন আরও বলেন, 'একজন নেতার মত খেলেছেন রোহিত। রাহুল ওকে সবসময় সমর্থন করে গিয়েছে। পুল শট দারুণ খেলেছে রোহিত।'
এদিকে প্রথম টেস্টে ড্র করলেও দ্বিতীয় টেস্টে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডকে তাঁদের ঘরের মাটিতে একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছে বিরাট বাহিনী। লর্ডসে রূপকথার জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। ইংরেজ প্রতিরোধ গুঁড়িয়ে ১৫১ রানে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে নিয়েছে বিরাট কোহলিরা। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ ১-০ এগিয়ে গিয়েছে ভারত। আগামী ২৫ অগাস্ট থেকে শুরু সিরিজের তৃতীয় টেস্ট।